হৃদয়খানি রাঙিয়ে নিয়ে
হৃদয়খানি রাঙিয়ে নিয়ে রক্ত রঙিন ফাগে
তোমার ছবি আঁকবো আমি বেদন মাখা রাগে।
উতাল মনে দিগ্বিদিকে বাতাস যায় দুলে
আসবে তুমি হৃদয়ে মোর সকল দুয়ার খুলে,
রঙে রঙে রঙিন শাড়ী দেব আঁচল পেতে
তোমার পথের ক্লান্তি যত নিও মুছে তাতে।
তোমার ছবি আঁকবো আমি বেদন মাখা রাগে।
উতাল মনে দিগ্বিদিকে বাতাস যায় দুলে
আসবে তুমি হৃদয়ে মোর সকল দুয়ার খুলে,
রঙে রঙে রঙিন শাড়ী দেব আঁচল পেতে
তোমার পথের ক্লান্তি যত নিও মুছে তাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৬/০৭/২০১৭প্রিয়তে রেখে দিলেম কবিতাখানি
-
রেজাউল আবেদীন ২২/০৫/২০১৭রঙিন ফাগে ! ............ শুভেচ্ছা নিন আগে ! ভাল থাকুন
-
লিংকন ২০/০৫/২০১৭দারুন
-
শরীফ আহমাদ ২০/০৫/২০১৭দারুণ ছন্দের খেলা....। মুগ্ধ হলাম..... কবি।
-
Susovan jana ২০/০৫/২০১৭খুব ভাল লাগল.
-
বিশ্বামিত্র ২০/০৫/২০১৭খুব ভাল।হৃদয়ের রং সব রাঙ্গিয়ে দেয়।শুভেচ্ছা থাকল ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৫/২০১৭অ ন ব দ্য। শুভেচ্ছা।
-
রুবেল চন্দ্র দাস ২০/০৫/২০১৭Rong lagiye dile kobi