ঝরা মুকুল
এসে সে হাওয়ায় গেল ভেসে
কোথায় কেহ নাহি জানে,
চলে গেল কি প্রয়োজনে
কাউকে কেহ আর নাহি জিজ্ঞাসে।
আলোর পরশে জেগেছিল ছিল আশা
স্বপন দেখিয়া রাতে ফুটিবে প্রভাতে
যতটুকু আছে সকলি দিবে দিনের হাতে,
তবু সে গেল ঝরে ক্ষণিকের নিঃশ্বাসে ...
কোথায় কেহ নাহি জানে,
চলে গেল কি প্রয়োজনে
কাউকে কেহ আর নাহি জিজ্ঞাসে।
আলোর পরশে জেগেছিল ছিল আশা
স্বপন দেখিয়া রাতে ফুটিবে প্রভাতে
যতটুকু আছে সকলি দিবে দিনের হাতে,
তবু সে গেল ঝরে ক্ষণিকের নিঃশ্বাসে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লিংকন ২০/০৫/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৫/২০১৭খুব সুন্দর। শুভেচ্ছা।
-
মধু মঙ্গল সিনহা ২০/০৫/২০১৭বাহ্ বেশ ভালো।
-
আলম সারওয়ার ১৯/০৫/২০১৭খুবই ভালো লাগে ।শুভেচ্ছা রহিল