যতক্ষণ কাছে আছি
যতক্ষণ কাছে আছি, থাকি যেন পাশাপাশি,
আমার আঁখির রাঁখি বাধুক তোমার মন সর্বক্ষণ।
বিদায় কালে যতনে রেখে যাব আমার এ মন
আকাশে বিছানো আঁচলে তোমার,
ভালবেসে নিও তুলে, আদরে রেখ বুকের ভিতর।
আবার কবে দেখা হবে কেহ না জানে, হয়ত অন্য নামে
কোন এক বসন্তে ফুল ফোটাবার আয়োজনে আমাকে পাবে তুমি,
অথবা কোন এক শ্রাবণে বাদলের অবিশ্রান্ত গানে
যখন মুখরা ধরনী, আমাকে খুঁজিও তখন, সিক্ত পরশে
আঁধারের ছাঁয়ায় তোমার পাশে দাড়াবো আমি।
আমার আঁখির রাঁখি বাধুক তোমার মন সর্বক্ষণ।
বিদায় কালে যতনে রেখে যাব আমার এ মন
আকাশে বিছানো আঁচলে তোমার,
ভালবেসে নিও তুলে, আদরে রেখ বুকের ভিতর।
আবার কবে দেখা হবে কেহ না জানে, হয়ত অন্য নামে
কোন এক বসন্তে ফুল ফোটাবার আয়োজনে আমাকে পাবে তুমি,
অথবা কোন এক শ্রাবণে বাদলের অবিশ্রান্ত গানে
যখন মুখরা ধরনী, আমাকে খুঁজিও তখন, সিক্ত পরশে
আঁধারের ছাঁয়ায় তোমার পাশে দাড়াবো আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৫/২০১৭খুব ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৫/২০১৭ভালো। শুভেচ্ছা।