চেতনা ফুটুক নব আশায়
প্রাণ নেই ভিতরে তার, আর সে দেবে না সাড়া,
ভেঙ্গে দাও এ ঘর জীর্ণ পুরাতন, দাও নাড়া।
ভেঙ্গে তারে গড় নতুন, হোক মুক্ত সে পুরাতন,
নতুন উচ্ছ্বাসে উঠুক ভেসে নতুন জীবন।
নতুন যুগের বানী সাজুক নতুন কথায়,
নব জাগরণে চেতনা ফুটুক নব আশায়।
ভেঙ্গে দাও এ ঘর জীর্ণ পুরাতন, দাও নাড়া।
ভেঙ্গে তারে গড় নতুন, হোক মুক্ত সে পুরাতন,
নতুন উচ্ছ্বাসে উঠুক ভেসে নতুন জীবন।
নতুন যুগের বানী সাজুক নতুন কথায়,
নব জাগরণে চেতনা ফুটুক নব আশায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুবেল চন্দ্র দাস ১৯/০৫/২০১৭Comotkar
-
বিশ্বামিত্র ১৮/০৫/২০১৭নব আশায় সবাই নূতন জীবন গড়ে তুলুক-সবারই আশা।কবি শুভেচ্ছা রইল।
-
কবি মনির ১৮/০৫/২০১৭অনেক সুন্দর ।
-
তুষার রায় ১৮/০৫/২০১৭নতুনের আহ্বানে কবির মুন্সিয়ানা
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৫/২০১৭অধিক সুন্দর।
-
আলম সারওয়ার ১৭/০৫/২০১৭Nice congratulations