হৃদয় রেখে হৃদয় স্রোতে
যদি রাখ হাত আমার হাতে,
রাখব হৃদয় তোমার হৃদয় স্রোতে।
তোমার চোখের জলে
মুক্তার হাসি ঝিনুক খুলে
উঠুক ঝলসি নতুন প্রভাতে,
পথ ভুলে চলব পথ নতুন পথে
তোমার সাথে,
বেদনাকে নেব বেঁধে তোমার বেদনাতে।
কে এলেম কোথা হতে যাব কোথায়
কি প্রয়োজন তা জানায়,
ভিজব আজ বরষা ধারায়
চলব দু’জনে একসাথে
নতুন আলোর স্বপ্নভরা রথে,
হৃদয় রেখে তোমার হৃদয় স্রোতে।
রাখব হৃদয় তোমার হৃদয় স্রোতে।
তোমার চোখের জলে
মুক্তার হাসি ঝিনুক খুলে
উঠুক ঝলসি নতুন প্রভাতে,
পথ ভুলে চলব পথ নতুন পথে
তোমার সাথে,
বেদনাকে নেব বেঁধে তোমার বেদনাতে।
কে এলেম কোথা হতে যাব কোথায়
কি প্রয়োজন তা জানায়,
ভিজব আজ বরষা ধারায়
চলব দু’জনে একসাথে
নতুন আলোর স্বপ্নভরা রথে,
হৃদয় রেখে তোমার হৃদয় স্রোতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৫/২০১৭খুব ভালো।
-
বিশ্বামিত্র ১৬/০৫/২০১৭হৃদয়ের কাছে অঙ্গীকার খুব ভাল লাগল। কবি শুভেচ্ছা রইল।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৫/২০১৭ভালো লাগলো।
-
Tanju H ১৬/০৫/২০১৭সুন্দর!
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৫/২০১৭খুব সুন্দর।