তোমার মনে জড়িয়ে আমার মন
আমার ছবি, সে তো কালের বুকের মলিন ধূলা,
বুকে তারে টেনে নিয়ে দিয়েছ সম্মান।
আমি ছিলাম তোমার কুড়িয়ে পাওয়া ধন,
তোমার মনে জড়িয়ে আমার মন
ভুলেছিলে কালের কথা, অস্তপথে হঠাৎ রাতের আগমন।
চেয়েছিলে আঁকতে আমার ছবি -
সারা দিনের প্রয়াস কত তবু আঁকার হয়নি সমাপন!
বুকে তারে টেনে নিয়ে দিয়েছ সম্মান।
আমি ছিলাম তোমার কুড়িয়ে পাওয়া ধন,
তোমার মনে জড়িয়ে আমার মন
ভুলেছিলে কালের কথা, অস্তপথে হঠাৎ রাতের আগমন।
চেয়েছিলে আঁকতে আমার ছবি -
সারা দিনের প্রয়াস কত তবু আঁকার হয়নি সমাপন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আতাম মিঞা ১৭/০৫/২০১৭চলুক কলম, চলুক..
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৫/২০১৭খুব ভালো। শুভেচ্ছা।
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/০৫/২০১৭Nice