সাঁঝের বেলায় আঁধার আসে
সাঁঝের বেলায়
আঁধার আসে তোমার মাটির ঘরে,
শিখা জ্বেলে
সাজাও প্রদীপ হৃদয় সাগর তীরে।
ধূপের গন্ধে জাগে ছন্দ
মিলিয়ে যাবে সেই আনন্দ
বাতাসে যায় ভেসে,
তোমার আমার মনের কথা
শান্ত রাতের ঝরা পাতা
তারায় ওঠে হেসে।
আঁধার আসে তোমার মাটির ঘরে,
শিখা জ্বেলে
সাজাও প্রদীপ হৃদয় সাগর তীরে।
ধূপের গন্ধে জাগে ছন্দ
মিলিয়ে যাবে সেই আনন্দ
বাতাসে যায় ভেসে,
তোমার আমার মনের কথা
শান্ত রাতের ঝরা পাতা
তারায় ওঠে হেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৫/২০১৭বেশ ভালো লেখা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৫/২০১৭অ ন ব দ্য। শুভেচ্ছা।
-
আলম সারওয়ার ১৩/০৫/২০১৭অসাধারণ. লেখা.অভিনন্দন
-
তাবেরী ১২/০৫/২০১৭সুন্দর ভাবনা।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৫/২০১৭সুন্দর।
-
পলাশ ১২/০৫/২০১৭বাহ দারুন