সাগরের খেলা
সাগরের খেলা এমন, দিনের পর দিন, রাতের পর রাত বাতাসের সাথে কথা বলা, চঞ্চল হয়ে ঢেউ ঢেউ খেলা করা। তার গভীরে আরো বেশী তোলপাড়, বড় চঞ্চল, কত স্রোত কত দিকে বয়ে যায় সেখানে!
বাতাস বলে, “আমাকে তোমার গভীরে ঢুকতে দাও।”
হেসে সাগর বলে, “এই তো আমি বিস্তার করে আছি অতল জলরাশি, যদি পার এখনি তুমি সবই নাও, মেঘের বেশে অলকার দেশে তুমি আকাশে ভেলা ভাসাও।”
বাতাস বলে, “আমাকে তোমার গভীরে ঢুকতে দাও।”
হেসে সাগর বলে, “এই তো আমি বিস্তার করে আছি অতল জলরাশি, যদি পার এখনি তুমি সবই নাও, মেঘের বেশে অলকার দেশে তুমি আকাশে ভেলা ভাসাও।”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১০/০৫/২০১৭শুভেচ্ছা রইল
-
মোনালিসা ১০/০৫/২০১৭খারাপ না
-
মধু মঙ্গল সিনহা ১০/০৫/২০১৭সুন্দর ।