স্মৃতিসুধা
আমার হারিয়ে যাওয়া মুহুর্তগুলি
আবারও যখন হারিয়ে ফেলি
খুঁজতে বের হই বনের হারিয়ে যাওয়া পথে।
লাল-হলুদ-বিচিত্র বর্ণের পাতারা ঝরে পড়ে আছে,
ভাব হয় ওদের সাথে -
“আমরাতো অনেক দিন থেকে হারিয়ে আছি,
তবু পড়ে আছি স্মৃতিঘেরা এই পথে,
বলতে পারো,
আমরা কে কোথায় ছিলাম কোন গাছের হৃদয়েতে?”
আবারও যখন হারিয়ে ফেলি
খুঁজতে বের হই বনের হারিয়ে যাওয়া পথে।
লাল-হলুদ-বিচিত্র বর্ণের পাতারা ঝরে পড়ে আছে,
ভাব হয় ওদের সাথে -
“আমরাতো অনেক দিন থেকে হারিয়ে আছি,
তবু পড়ে আছি স্মৃতিঘেরা এই পথে,
বলতে পারো,
আমরা কে কোথায় ছিলাম কোন গাছের হৃদয়েতে?”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৫/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৫/২০১৭ভালো।
-
শেখ আজিম উদ্দীন ০৯/০৫/২০১৭ভাল লাগলো।
-
আতাম মিঞা ০৯/০৫/২০১৭ভালো বেশ