উত্তরাধিকার
এক যে রাজা তিন রানী তার ছেলে মেয়ে নাই
দুঃখে কাটে দিবসরাতি হাসি কোথা পাই
ভাবছে রাজা ভাগ্যহত আছে কি তার মত
বৃথা জীবন দেখবে কে দেশ আমি হলে গত।
রাজ্যে কত জ্ঞানীগুণী সুজনেতে ভরা
পারল না কেউ বুদ্ধি দিতে কি আর যাবে করা
একদিন রাতে স্বপ্ন দেখে জেগে ওঠেন রাজা
কে বলেছে উপায় হবে একটু খেলে গাজা।
তিন রানীতে দিল গাজা রাজা খেলেন টেনে
ফুরফুরানো ধোঁয়ায় ভেসে রাজা মাতেন গানে
নতুন ভাবনা মাথায় আসে গাজা টানের সুখে
সব প্রজাদের বলল ডেকে,"আর কেঁদ না দুঃখে
এ রাজ্য-পাট তোমরা পাবে তোমরা দেশের আলো।"
প্রজা বলে, “রাজা এবার সত্যি রাজা হলো!”
দুঃখে কাটে দিবসরাতি হাসি কোথা পাই
ভাবছে রাজা ভাগ্যহত আছে কি তার মত
বৃথা জীবন দেখবে কে দেশ আমি হলে গত।
রাজ্যে কত জ্ঞানীগুণী সুজনেতে ভরা
পারল না কেউ বুদ্ধি দিতে কি আর যাবে করা
একদিন রাতে স্বপ্ন দেখে জেগে ওঠেন রাজা
কে বলেছে উপায় হবে একটু খেলে গাজা।
তিন রানীতে দিল গাজা রাজা খেলেন টেনে
ফুরফুরানো ধোঁয়ায় ভেসে রাজা মাতেন গানে
নতুন ভাবনা মাথায় আসে গাজা টানের সুখে
সব প্রজাদের বলল ডেকে,"আর কেঁদ না দুঃখে
এ রাজ্য-পাট তোমরা পাবে তোমরা দেশের আলো।"
প্রজা বলে, “রাজা এবার সত্যি রাজা হলো!”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৫/২০১৭গল্পের মতো।
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৫/২০১৭বাহ্।সুন্দর।