এ নহে তোমার
অকুল সাগর কূলে
পড়ে আছি পথ ভুলে
হারায়ে দিশা,
উর্মি আছড়ে পড়ে দূর্নিবার
ভেঙে সকল করিছে চুরমার।
যত চাই রাখতে ধরে
যাহা কিছু আছে অল্প সম্বল,
নিয়ে যায় কেড়ে,
কাল বলে, ‘এ নহে তোমার!’
পড়ে আছি পথ ভুলে
হারায়ে দিশা,
উর্মি আছড়ে পড়ে দূর্নিবার
ভেঙে সকল করিছে চুরমার।
যত চাই রাখতে ধরে
যাহা কিছু আছে অল্প সম্বল,
নিয়ে যায় কেড়ে,
কাল বলে, ‘এ নহে তোমার!’
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৫/২০১৭ভাবনার বিষয়।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৫/২০১৭ভালো।
-
আতাম মিঞা ০৮/০৫/২০১৭দারুণ।চলুক...
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৫/২০১৭খুব ভাল লেখা।