যখন তুমি ছিলে সাথে
যখন তুমি ছিলে সাথে ভয় ছিল না মনে,
বেলা আমার কেটে যেত থেকে তোমার সনে।
আমার বনে ফুটত কত ফুল, হাসত রাতের তারা,
তোমার চোখে দৃষ্টি আমার হত যে পথহারা;
সে ছিল মোর আপন ভোলার খেলা,
হৃদয় মাঝে ঢেউয়ে ঢেউয়ে জাগত কত দোলা।
কোন সে পথের বাঁকে হয়েছিল দেখা,
একটু ক্ষণের সুখ বুঝি ছিল ললাট লেখা।
কোথা হতে হঠাৎ এসে
সুখের হাসি মুখে হেসে
গায়ে আমার জড়িয়ে দিলে স্বপ্নভরা আশা;
তোমার ছায়ায় আপন ভুলে
হৃদয় কুসুম উঠল দুলে,
ক্ষণকালের খেলায় অমর হল হেথায় আমার আসা।
বেলা আমার কেটে যেত থেকে তোমার সনে।
আমার বনে ফুটত কত ফুল, হাসত রাতের তারা,
তোমার চোখে দৃষ্টি আমার হত যে পথহারা;
সে ছিল মোর আপন ভোলার খেলা,
হৃদয় মাঝে ঢেউয়ে ঢেউয়ে জাগত কত দোলা।
কোন সে পথের বাঁকে হয়েছিল দেখা,
একটু ক্ষণের সুখ বুঝি ছিল ললাট লেখা।
কোথা হতে হঠাৎ এসে
সুখের হাসি মুখে হেসে
গায়ে আমার জড়িয়ে দিলে স্বপ্নভরা আশা;
তোমার ছায়ায় আপন ভুলে
হৃদয় কুসুম উঠল দুলে,
ক্ষণকালের খেলায় অমর হল হেথায় আমার আসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৫/২০১৭কবিতা হলেও গান হয়ে যায়। শুভেচ্ছা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৫/২০১৭কবিতায় ছেদ-যতি চিহ্নের ব্যবহার প্রয়োজন ছিল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৫/২০১৭অনেক ভালোলাগা রেখে গেলাম। শুভেচ্ছা।
-
মধু মঙ্গল সিনহা ০৩/০৫/২০১৭ভালো।