ওরা তরুণ
চেয়ে দেখ ঐ কারা যায় বীরের মত
ওরা তরুণ, গায়ে ওদের শক্তি কত
তার চেয়ে আছে ওদের মনে অনেক বল
ভাঙবে বাধা এগিয়ে যাবে, ঝন ঝন ছিড়বে শিকল
কোন কালের কোন ভয় নেই ওদের মনে
জানে নাকো পরাজয় মরনে বা জীবনে
ওদের হবেই হবে জয়, ওরা চির-অক্ষয়
জিতে তবে আনবে এবার নিশ্চিত বিজয়
শোষণের করবে সমাপন, আনবে শান্তি অপার
ধরনী মুক্ত হবে কলুষতা, করবে আঁধার দূর!
ওরা তরুণ, গায়ে ওদের শক্তি কত
তার চেয়ে আছে ওদের মনে অনেক বল
ভাঙবে বাধা এগিয়ে যাবে, ঝন ঝন ছিড়বে শিকল
কোন কালের কোন ভয় নেই ওদের মনে
জানে নাকো পরাজয় মরনে বা জীবনে
ওদের হবেই হবে জয়, ওরা চির-অক্ষয়
জিতে তবে আনবে এবার নিশ্চিত বিজয়
শোষণের করবে সমাপন, আনবে শান্তি অপার
ধরনী মুক্ত হবে কলুষতা, করবে আঁধার দূর!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুহেল আহমেদ ১৫/০৫/২০১৭বেশ তো লেখা! প্রতিবাদী সুর!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৫/২০১৭এগিয়ে যাও বন্ধু
কথা দিলাম, সাথে আছি -
সাইয়িদ রফিকুল হক ০৩/০৫/২০১৭শাবাশ তরুণ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৫/২০১৭ভালো। শুভেচ্ছা।