নয়নে তোমার
কতকাল আমি হেঁটেছি এই পথে
দেখেছি কতকিছু, ফুটে আছে কতফুল
ঘাস-লতা-পাতা-ঝোপ-জঙ্গল
পায়ে চলা মেঠো পথ গিয়েছে চলে
কোন অনন্ত অঞ্চলে
অবাক বিস্ময়ে দেখেছি শুধু
প্রসারিত সর্ষেক্ষেত বিস্তৃত নদীপথ
ভুলায়েছে আমার মন।
তারি মাঝে হঠাৎ সহসা সেদিন
তুমি দাড়ালে এসে সম্মুখে আমার
সব ছবি সব ছায়া সব আলো
মিশে গেল একাকার নয়নে তোমার!
দেখেছি কতকিছু, ফুটে আছে কতফুল
ঘাস-লতা-পাতা-ঝোপ-জঙ্গল
পায়ে চলা মেঠো পথ গিয়েছে চলে
কোন অনন্ত অঞ্চলে
অবাক বিস্ময়ে দেখেছি শুধু
প্রসারিত সর্ষেক্ষেত বিস্তৃত নদীপথ
ভুলায়েছে আমার মন।
তারি মাঝে হঠাৎ সহসা সেদিন
তুমি দাড়ালে এসে সম্মুখে আমার
সব ছবি সব ছায়া সব আলো
মিশে গেল একাকার নয়নে তোমার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০১৭ভালো লাগলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৪/২০১৭খুব ভালোলাগা রইল। আমার শুভেচ্ছা নেবেন।
-
রবিউল ইসলাম রাব্বি ৩০/০৪/২০১৭বাহ্ অনন্য