বিলাও আলোর বানী
আলোয় গড়া হৃদয় তোমার বেড়াও আলোয় ভেসে
আলোর ছোঁয়ায় ফুল ফুটিয়ে থাকো ফুলে মিশে
আলো দিয়ে বাঁধা তোমার মাথার কালো বেনী
খোঁপায় গোঁজা আলোক পুষ্প অরূপ সেই বন্ধনী
প্রদীপ হাতে সর্বজনে বিলাও আলোর বানী
আলোর গানে বিশ্বলোকে ফোটাও দিনমনি।
আলোর ছোঁয়ায় ফুল ফুটিয়ে থাকো ফুলে মিশে
আলো দিয়ে বাঁধা তোমার মাথার কালো বেনী
খোঁপায় গোঁজা আলোক পুষ্প অরূপ সেই বন্ধনী
প্রদীপ হাতে সর্বজনে বিলাও আলোর বানী
আলোর গানে বিশ্বলোকে ফোটাও দিনমনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনন্ত গোস্বামী ২৭/০৪/২০১৭দারুন সুন্দর ভাবনা ও ছন্দে তার প্রকাশ।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৬/০৪/২০১৭সুন্দর ।বেশ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৪/২০১৭ভালো।