জাগো ভেঙ্গে ফেলো
নেমেছে আবাবিল
উন্মাদ মদ্যপ বারে
সাইক্লোন শুরু
স্বাধীনতা উদ্ধারে
শরতের ঘাসফড়িং কাশফুলের ছোয়া পায়না আর
লাল শিশিরে ভরে উঠেছে গাজা উপত্যকা আমার!
জাগো মুসলিম জাগো
আর কতকাল ঘুমুবে
তুমিহীনে অন্যরা সব
নেমেছে ধর্মযুদ্ধে
ভাঙ্গো; ভেঙ্গে ফেলো অহম, এক হও ভুলে সব দ্বন্দ্ব
জড়ো হও পবিত্র শপথে, আকসা হোক ঐক্যের ছন্দ!
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম, ২৭ই আশ্বিন ১৪৩০ বাংলা
উন্মাদ মদ্যপ বারে
সাইক্লোন শুরু
স্বাধীনতা উদ্ধারে
শরতের ঘাসফড়িং কাশফুলের ছোয়া পায়না আর
লাল শিশিরে ভরে উঠেছে গাজা উপত্যকা আমার!
জাগো মুসলিম জাগো
আর কতকাল ঘুমুবে
তুমিহীনে অন্যরা সব
নেমেছে ধর্মযুদ্ধে
ভাঙ্গো; ভেঙ্গে ফেলো অহম, এক হও ভুলে সব দ্বন্দ্ব
জড়ো হও পবিত্র শপথে, আকসা হোক ঐক্যের ছন্দ!
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম, ২৭ই আশ্বিন ১৪৩০ বাংলা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুসঙ্গ শাওন ১৩/১০/২০২৩ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ
-
আলমগীর সরকার লিটন ১২/১০/২০২৩সুন্দর আহ্ববান
-
বোরহানুল ইসলাম লিটন ১২/১০/২০২৩অনন্য আহ্বান!
-
ফয়জুল মহী ১১/১০/২০২৩দারুণ সাহিত্য চিত্র তুলে ধরেছেন
এই ধারা যেনো অব্যাহত থাকে অবিরত । -
কাজী জুবেরী মোস্তাক ১১/১০/২০২৩মুগ্ধতা রেখে গেলাম