ভীষণ প্রয়োজন
আমার ভীষণ প্রয়োজন
(যদিও সব আমার জন্য নয়)
ভীষণ প্রয়োজন তোমাকে, তোমার দু'হাতের গোলাপ
এক মুঠো রোদ্দুর, কিষাণের হাসিমাখা মুখ প্রয়োজন
ফুলে ফলে ভরা সবুজ, হলুদ, হিরন্ময়ী মাঠ প্রয়োজন
ঘাটে ঘাটে শহুরে প্রভাতে কুটুম পাখির ইষ্টিকুটুম ডাক প্রয়োজন
ঐ ডাকে দিদিমনিদের হাসিমাখা শুভযাত্রা প্রয়োজন
কবিতায় জোছনামাখা জোনাকির বিচরণ প্রয়োজন
বাসন্তীক লাল গালিচায় কৃষ্ণচূড়ার স্বাধীনতা প্রয়োজন
আমার ভীষণ প্রয়োজন
তোমার মননে একজন হুমায়ুন আজাদ
প্রয়োজন একজন কার্ল মার্ক্স, লেনিন, সক্রেটিস চর্চার
পৃথিবীর চলনে, বলনে, ঘূর্ণনে, কর্মে আমার ভীষণ প্রয়োজন
একজন আইনস্টাইন, নিউটন, মেরীকুরির উপস্থিতি
আমার ভীষণ প্রয়োজন আবালবৃদ্ধবনিতার বৈষম্যহীন দু'হাত
যেখানে সকল সাদৃশ্য মতবাদ গৃহীত আর অসাদৃশ্য মনন সম্মানিত
আমার ভীষণ প্রয়োজন মোজেস, যীশু, বৌদ্ধ, মুহাম্মদ....
এক বৃন্তে রঙবেরঙের সুবাসিত পাপড়ি হয়ে
"নিজেকে চেনো" বাণীর বাস্তবায়নে ঐক্য প্রয়োজন
আমার ভীষণ প্রয়োজন এক এক করে প্রত্যেক তোমাকে
প্রয়োজন নিখাদ প্রেম; চলো প্রেমে মজি, শান্তি আনি পৃথিবীতে
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৮.০২.২০২৩
(যদিও সব আমার জন্য নয়)
ভীষণ প্রয়োজন তোমাকে, তোমার দু'হাতের গোলাপ
এক মুঠো রোদ্দুর, কিষাণের হাসিমাখা মুখ প্রয়োজন
ফুলে ফলে ভরা সবুজ, হলুদ, হিরন্ময়ী মাঠ প্রয়োজন
ঘাটে ঘাটে শহুরে প্রভাতে কুটুম পাখির ইষ্টিকুটুম ডাক প্রয়োজন
ঐ ডাকে দিদিমনিদের হাসিমাখা শুভযাত্রা প্রয়োজন
কবিতায় জোছনামাখা জোনাকির বিচরণ প্রয়োজন
বাসন্তীক লাল গালিচায় কৃষ্ণচূড়ার স্বাধীনতা প্রয়োজন
আমার ভীষণ প্রয়োজন
তোমার মননে একজন হুমায়ুন আজাদ
প্রয়োজন একজন কার্ল মার্ক্স, লেনিন, সক্রেটিস চর্চার
পৃথিবীর চলনে, বলনে, ঘূর্ণনে, কর্মে আমার ভীষণ প্রয়োজন
একজন আইনস্টাইন, নিউটন, মেরীকুরির উপস্থিতি
আমার ভীষণ প্রয়োজন আবালবৃদ্ধবনিতার বৈষম্যহীন দু'হাত
যেখানে সকল সাদৃশ্য মতবাদ গৃহীত আর অসাদৃশ্য মনন সম্মানিত
আমার ভীষণ প্রয়োজন মোজেস, যীশু, বৌদ্ধ, মুহাম্মদ....
এক বৃন্তে রঙবেরঙের সুবাসিত পাপড়ি হয়ে
"নিজেকে চেনো" বাণীর বাস্তবায়নে ঐক্য প্রয়োজন
আমার ভীষণ প্রয়োজন এক এক করে প্রত্যেক তোমাকে
প্রয়োজন নিখাদ প্রেম; চলো প্রেমে মজি, শান্তি আনি পৃথিবীতে
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৮.০২.২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ০৬/০৩/২০২৩প্রিয়কবি অসংখ্য ধন্যবাদ আপনাকও।
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৩/২০২৩অনেক সুন্দর লেখাটি!
-
ফয়জুল মহী ২৮/০২/২০২৩অপুর্ব মুগ্ধতাও রেখে গেলাম একরাশ
-
অভিজিৎ হালদার ২৮/০২/২০২৩সুন্দর ভাবনার কবিতা।
-
শ.ম. শহীদ ২৮/০২/২০২৩অসামান্য সুন্দর কবিতা। শুভেচ্ছা রইলো কবির জন্য।