আরশি
ঊর্ধ্ব,
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত
অধ;
যে দিকে তাকাই
কেউ নেই, কেউ নেই
তুমি ছাড়া
হয়তো এর নাম মায়া
অধ,
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত
ঊর্ধ্ব;
যে দিকে তাকাই
কেউ নেই, কেউ নেই
আমি ছাড়া
হয়তো এর নাম ভালোবাসা
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৮/০৯/২০২১
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত
অধ;
যে দিকে তাকাই
কেউ নেই, কেউ নেই
তুমি ছাড়া
হয়তো এর নাম মায়া
অধ,
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত
ঊর্ধ্ব;
যে দিকে তাকাই
কেউ নেই, কেউ নেই
আমি ছাড়া
হয়তো এর নাম ভালোবাসা
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৮/০৯/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ২৩/১০/২০২১মায়া ও ভালবাসা মানুষের শুদ্ধতম দু'টি কোমল অনুভূতির নাম।
-
আলমগীর সরকার লিটন ০২/১০/২০২১বেশ ভাবনাময়
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১০/২০২১এরই নাম ভালোবাসা।
-
সাইয়িদ রফিকুল হক ০১/১০/২০২১ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১০/২০২১বেশ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১০/২০২১ভালোবাসা ভালোবাসা,
চারিদিকে খাসা।