অপেক্ষায় আমি
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি
অপেক্ষা করি আর আনমনে দেখি-
সূর্য উঠে ডুবে যায় পশ্চিমের গিরিখাতে
গৌধুলী গভীর রাতের স্পর্শে অস্তিত্ত্ব হারায়
পূর্ণিমা অমাবস্যার অতিথি হয়ে ভুলে যায় আপন মহিমা
তোমাকে পাইনি কোথাও
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি
গ্রীষ্মের খরতাপে জন্ম নেয় বর্ষা
শরৎ, হেমন্তের কুটুম্বিতায় শীত আসে
কোমল বসন্তের পোতাশ্রয়ে গ্রীষ্মের ক্ষিপ্রতা নোঙ্গর গাঁড়ে
তোমাকেই খুঁজছি আমি সকল অস্তিত্বের শিরায় শিরায়
নেই কোথাও তুমি, নেই কোথাও
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি
ফুল ফোটে ঝরে যায়
না, তুমি নেই
পাখিরা স্বাধীনভাবে উড়ে যায়
না, তুমি নেই
রাখালের মনোহরা বাঁশির সুরে
না, তুমি নেই
কলেজ পড়ুয়াদের প্রেমের নীরব গুঞ্জনে
না, তুমি নেই
কবিড-১৯ এর অনভিপ্রেত দংশনে
না, তুমি নেই
ভার্চুয়াল রঙিন জগতের ছিনালি শব্দে
না, তুমি নেই
তুমি কোথাও নেই
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৭.০৬.২০২১
সে বটতলায় এখনো অপেক্ষা করি
অপেক্ষা করি আর আনমনে দেখি-
সূর্য উঠে ডুবে যায় পশ্চিমের গিরিখাতে
গৌধুলী গভীর রাতের স্পর্শে অস্তিত্ত্ব হারায়
পূর্ণিমা অমাবস্যার অতিথি হয়ে ভুলে যায় আপন মহিমা
তোমাকে পাইনি কোথাও
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি
গ্রীষ্মের খরতাপে জন্ম নেয় বর্ষা
শরৎ, হেমন্তের কুটুম্বিতায় শীত আসে
কোমল বসন্তের পোতাশ্রয়ে গ্রীষ্মের ক্ষিপ্রতা নোঙ্গর গাঁড়ে
তোমাকেই খুঁজছি আমি সকল অস্তিত্বের শিরায় শিরায়
নেই কোথাও তুমি, নেই কোথাও
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি
ফুল ফোটে ঝরে যায়
না, তুমি নেই
পাখিরা স্বাধীনভাবে উড়ে যায়
না, তুমি নেই
রাখালের মনোহরা বাঁশির সুরে
না, তুমি নেই
কলেজ পড়ুয়াদের প্রেমের নীরব গুঞ্জনে
না, তুমি নেই
কবিড-১৯ এর অনভিপ্রেত দংশনে
না, তুমি নেই
ভার্চুয়াল রঙিন জগতের ছিনালি শব্দে
না, তুমি নেই
তুমি কোথাও নেই
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৭.০৬.২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম ২৩/০৯/২০২১অসাধারণ লিখেছেন কবি
-
ডাঃঅলোক সরকার ০৪/০৭/২০২১কবি,
পাওয়া না পাওয়ার মাঝেই হয়তো পার হয়ে যাবে জীবন,তাতে আবার ছন্দ দিয়ে রক্তের অনুভূতিতেই হয় জীবন্ত অনুভব "খুব ভালো লাগলো কবিতা পড়ে। শুভেচ্ছা রইলো। -
মঈনুল ইসলাম ৩০/০৬/২০২১অনিন্দ্য সুন্দর কাব্য লেখনী। অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
-
আলমগীর সরকার লিটন ২৯/০৬/২০২১সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ২৯/০৬/২০২১চমৎকার বুনন কৌশল
সত্যি প্রশংসনীয় -
কে. পাল ২৮/০৬/২০২১Khub khub sundor
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৬/২০২১ভালো।
-
অভিজিৎ হালদার ২৮/০৬/২০২১সুন্দর কবিতা