অমর ব্যস্ততা
প্রত্যেক প্রত্যুষে আমি জন্ম নিই
মৃত্যু থেকে উঠে দাঁড়ায়
সূর্যমুখী হয়ে আলোর দিকে
আমি মিশি জীবনধর্মী বাস্তবতার সংগ্রামে
শহুরে কাকের ডাকে, কুকুরের ঝগড়াটে নাদে,
শহুরে ডাস্টবিনের মলযুক্ত ঘ্রাণে,
ঝাড়ুদারের ঝাড়ুর শব্দে, ধুলোময় বাতাসে
ছেঁকা পরোটার তেলের আওয়াজে
নতুন শহুরে বাবুর চা পান আর সিগারেটের ধোঁয়ায়
আমার জন্ম নেয়া সময় নির্দেশনা দেয়-
"সংগ্রামের প্রকারভেদ," দেখিয়ে দেয়-
"শহুরে মধ্যবিত্তের বাস্তবতা," বলে-
"নিষ্প্রাণ নয়; তবুও মৃত এ কংক্রিট জীবন!"
ঢের ব্যস্ত সময়ে জন্ম নিই আমি
মৃত্যুর উদার জমিন থেকে প্রাণ খুঁজি
এপিটাফের শিয়রে দাঁড়িয়ে থাকা ফুলের যৌবনে
ধীরে ধীরে অমর ব্যস্ততার উপাসনা করি
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
মৃত্যু থেকে উঠে দাঁড়ায়
সূর্যমুখী হয়ে আলোর দিকে
আমি মিশি জীবনধর্মী বাস্তবতার সংগ্রামে
শহুরে কাকের ডাকে, কুকুরের ঝগড়াটে নাদে,
শহুরে ডাস্টবিনের মলযুক্ত ঘ্রাণে,
ঝাড়ুদারের ঝাড়ুর শব্দে, ধুলোময় বাতাসে
ছেঁকা পরোটার তেলের আওয়াজে
নতুন শহুরে বাবুর চা পান আর সিগারেটের ধোঁয়ায়
আমার জন্ম নেয়া সময় নির্দেশনা দেয়-
"সংগ্রামের প্রকারভেদ," দেখিয়ে দেয়-
"শহুরে মধ্যবিত্তের বাস্তবতা," বলে-
"নিষ্প্রাণ নয়; তবুও মৃত এ কংক্রিট জীবন!"
ঢের ব্যস্ত সময়ে জন্ম নিই আমি
মৃত্যুর উদার জমিন থেকে প্রাণ খুঁজি
এপিটাফের শিয়রে দাঁড়িয়ে থাকা ফুলের যৌবনে
ধীরে ধীরে অমর ব্যস্ততার উপাসনা করি
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২০/০৬/২০২১
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৬/২০২১সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৬/২০২১ব্যস্ততাই জীবন। ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৬/২০২১ভালো।
দারুণ ভালো লাগলো।l