আষাঢ় বৃষ্টি স্নানে
এইতো দুফোটা বৃষ্টি
সে অধর ছুঁয়ে চিবুকে
গড়িয়ে গড়িয়ে কদম ফুলে
শ্যামা মেঘ দৌড়ায় ব্যোম বুকে
উন্মুক্ত শূন্যতায় সূর্য, উদাস খেয়ালে
ঢেকে যায় বর্ণমালা তোমার
জবা নেই, টগর, বেলী, সন্ধ্যা মালতি
ছুটিতে গেছে সবি শ্রাবণ ধারায়
তুমি আসবে বলে কদমে কদমে-
সে সন্ধ্যায়
আষাঢ় বৃষ্টি স্নানে
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
সে অধর ছুঁয়ে চিবুকে
গড়িয়ে গড়িয়ে কদম ফুলে
শ্যামা মেঘ দৌড়ায় ব্যোম বুকে
উন্মুক্ত শূন্যতায় সূর্য, উদাস খেয়ালে
ঢেকে যায় বর্ণমালা তোমার
জবা নেই, টগর, বেলী, সন্ধ্যা মালতি
ছুটিতে গেছে সবি শ্রাবণ ধারায়
তুমি আসবে বলে কদমে কদমে-
সে সন্ধ্যায়
আষাঢ় বৃষ্টি স্নানে
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ১৮/০৬/২০২১মনোমুগ্ধকর
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২১দারুণ প্রকাশ করেছেন,পাঠে মুগ্ধ হলাম।
-
কে. পাল ১৭/০৬/২০২১Valo