উড়ছো
কলঙ্ক নেই কোথাও; হৃদয় দিয়ে বুঝে নিয়েছি
সুকোমল ফর্সা চাঁদ, নির্মল সূর্য কিরণে উড়ছো
তুমি উড়ছো নিষ্পাপ আলোকের ঢেউয়ে ঢেউয়ে
এখানে স্বর্ণালী ধান ক্ষেত, সুশীতল পাহাড়ি ঝর্ণা
চির হরিৎ অরণ্য, চড়ুই-শালিকের হৃষ্ট কোলাহল
প্রকৃতির অদম্য তালে তালে উড়ছো, তুমি উড়ছো
কর্ণফুলীর ঘাটে বাঁধা শত জাহাজের আড়ম্বর
জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী হৃদ্য স্নানে নগরী
আম, জাম, কাঁঠালের মাতানো ঘ্রাণে উড়ছো তুমি
নীরব, নিস্তব্ধ, নির্জন এ বাসভূমে তুমি উড়ছো
হে প্রিয়া, প্রেম আমার তুমি ভাবাবেশে বাস করো
অনুভূতির শিরায় শিরায়, শ্বাস-প্রশ্বাসে তুমি উড়ছো
নষ্টামি নয়, ভ্রষ্টামি নয়, এ নয় কোনো বেশ্যাগিরি
প্রেমচিত্তে যতোবার ছুঁয়েছি তোমায়, হয়েছি ধ্যানী
উড়েছি আমি ভ্রূণ হয়ে ছুঁতে আদিম সৃষ্টি প্রকৃতি
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
সুকোমল ফর্সা চাঁদ, নির্মল সূর্য কিরণে উড়ছো
তুমি উড়ছো নিষ্পাপ আলোকের ঢেউয়ে ঢেউয়ে
এখানে স্বর্ণালী ধান ক্ষেত, সুশীতল পাহাড়ি ঝর্ণা
চির হরিৎ অরণ্য, চড়ুই-শালিকের হৃষ্ট কোলাহল
প্রকৃতির অদম্য তালে তালে উড়ছো, তুমি উড়ছো
কর্ণফুলীর ঘাটে বাঁধা শত জাহাজের আড়ম্বর
জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী হৃদ্য স্নানে নগরী
আম, জাম, কাঁঠালের মাতানো ঘ্রাণে উড়ছো তুমি
নীরব, নিস্তব্ধ, নির্জন এ বাসভূমে তুমি উড়ছো
হে প্রিয়া, প্রেম আমার তুমি ভাবাবেশে বাস করো
অনুভূতির শিরায় শিরায়, শ্বাস-প্রশ্বাসে তুমি উড়ছো
নষ্টামি নয়, ভ্রষ্টামি নয়, এ নয় কোনো বেশ্যাগিরি
প্রেমচিত্তে যতোবার ছুঁয়েছি তোমায়, হয়েছি ধ্যানী
উড়েছি আমি ভ্রূণ হয়ে ছুঁতে আদিম সৃষ্টি প্রকৃতি
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ১৬/০৬/২০২১দারুণ প্রেমের কবিতা রচনা করেছেন কবি। শুভকামনা রইল কবি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৬/২০২১সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৬/২০২১অনেক অনেক সুন্দর হয়েছে।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৬/২০২১দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৬/২০২১বেশ!