খেলা
পরাবাস্তবে নয়
খেলিব বাস্তবে
পাশা নয়, তার নাম দিব- ভালোবাসা।
ভ্রমণ করিব হৃদয় দিয়া
বিশ্ব ব্রহ্মাণ্ডের রন্দ্রে রন্দ্রে;
আপন করিয়া লইব সকলেরে যদি প্রত্যয়ন পাই-
'ভালোবাসাই চিরঞ্জীব করিবে আমায়।'
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
খেলিব বাস্তবে
পাশা নয়, তার নাম দিব- ভালোবাসা।
ভ্রমণ করিব হৃদয় দিয়া
বিশ্ব ব্রহ্মাণ্ডের রন্দ্রে রন্দ্রে;
আপন করিয়া লইব সকলেরে যদি প্রত্যয়ন পাই-
'ভালোবাসাই চিরঞ্জীব করিবে আমায়।'
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ বুলবুল হোসেন ১৪/০৬/২০২১অসাধারণ কবিতা। ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৬/২০২১ভালো লেখেছেন প্রিয় কবি।
-
আলমগীর সরকার লিটন ১৪/০৬/২০২১চমৎকার