www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উইপোকা

ঘরের দেয়ালের কোণে কোণে
মাটির প্রলম্বিত সুরক্ষিত ঘর,
বৈশাখের প্রথম বৃষ্টির পর
শুভ্র ডিমের আভা উম্মীলিত,
সন্ধ্যার আলোর আকর্ষণে প্রদক্ষিণ
পাখা মেলে উড়তে উড়তে,
ক্ষণস্থায়ী পাখার বিসর্জনে
জীবনাবসান টিকটিকির পেটে

© মাহতাব বাঙ্গালী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্যসমূহ

 
Quantcast