www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগো পাপী জাগো

আল্লাহু আকবর স্বরে ডাকছে করুন সুর ',
মিনার ঘেয়ে আসছে আযান
মসজিদের নুর ।
অধম নমঃ পাপের বোঝা
বারছে শত কত ,
অতুল শির্ষে আলোকলয়ে
নিম্নে মস্ত নত ।
পরান দেহে আধারগ্লানি ,
পূন্য আভায় ভরুকরাজে ,
শুন্য পাপের পূর্ন থলেয়
উঠুকভরে পুস্পসাজে ।
চল চল ঐ মুয়াজ্জিনের কন্ঠ সুরে ,
এবাদতের জীন্দেগীমন
শুদ্ব তনুর বাহুডোরে ।
এসো এসো হে ভ্রান্তপথিক
হারিয়েছ যাহা ধন ,
আলোকদ্যুতিয় পূর্ন নয়ন
কোরআনের স্পন্দন ।
জাগো জাগো হে মুক্তিকামিল ,
তমসা ঘূমের রাজ্যটুটে ,
ছরিয়ে দেও সুপ্ত আলোর রঙ্গিনঘটা ,
বজ্রধ্বনির আস্যঠোটে ।

আজ অশেষ কলঙ্ক পাপের ছুটি ,
বিদায় হে মরিচারুক্ষ্ন সমাজ ,
পূন্যে ভরিয়া দ্যুলোকেরও লাগিয়া ,
গড়তে হবে পাপহীনরাজ ।

কর হে মানব জীবনের শেষ অঙ্গিকার ,
শ্বশত পথের রহেবাসী ,
দুর করো কালো মনের অন্ধগুলো ,
ছোয়াব পাতায় রাশিরাশি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর একটি কবিতা
  • Sundor, kobi
  • কিশোর কারুণিক ০৫/০৯/২০১৫
    বেশ বেশ
  • চমৎকার। শুভেচ্ছা রইলো।
  • ধন্যবাদ কিব। এত সুন্দর কিবতা িলখার জন্য ।
 
Quantcast