ব্যাথিত বেদন
"ব্যাথিত বেদন"
- মো: মাহিদ সিদ্দিকী (আলিফ)
এক টুকরো শুভ্র মেঘকে আশ্রয় করে,
অতিশয় পিপাসার্ত হয়েছি হাজার বছরের তৃষ্ণায়,
শত বছরের বহুশত পথ পাড়ি দিয়েছি,
শান্ত কোমল শিশির লেগেছে পায়..!
নগ্নপদেতে বহুপথ হেঁটে
বহু শত শত রজনীতে ছুটে,
খুঁজেছি একটুকরো শান্তি আর কোমলতা,
ব্যাকুল হৃদয় ক্লান্ত হয়েছে,
পৌঁছেছে শত নিরবতা..!
বিরহকে আজ আঁকড়ে ধরেছি,
কুয়াশার মাঝে দিয়েছি স্হান-
শুভ্রমেঘের অতুল বারিতে ভিজেছে-কেঁদেছে, ডুবেছে প্রাণ।
হৃদয়ের সব বেদনগুলো রিক্ত হয়েছে তাই,
সিক্ত হয়েছে লোচনজলে হুতাশন-তৃষ্ণায়.!
শত আহাজারি শুনেছে হৃদয়,দেখেছি শত অগ্নিস্নান,
হাজার ব্যাকুলতা তৃষিত কণ্ঠে,
বিদায় নিয়েছে করেছে প্রস্হান...!
০৮/১২/২০১৭,
কলোনী, বগুড়া, বাংলাদেশ।
- মো: মাহিদ সিদ্দিকী (আলিফ)
এক টুকরো শুভ্র মেঘকে আশ্রয় করে,
অতিশয় পিপাসার্ত হয়েছি হাজার বছরের তৃষ্ণায়,
শত বছরের বহুশত পথ পাড়ি দিয়েছি,
শান্ত কোমল শিশির লেগেছে পায়..!
নগ্নপদেতে বহুপথ হেঁটে
বহু শত শত রজনীতে ছুটে,
খুঁজেছি একটুকরো শান্তি আর কোমলতা,
ব্যাকুল হৃদয় ক্লান্ত হয়েছে,
পৌঁছেছে শত নিরবতা..!
বিরহকে আজ আঁকড়ে ধরেছি,
কুয়াশার মাঝে দিয়েছি স্হান-
শুভ্রমেঘের অতুল বারিতে ভিজেছে-কেঁদেছে, ডুবেছে প্রাণ।
হৃদয়ের সব বেদনগুলো রিক্ত হয়েছে তাই,
সিক্ত হয়েছে লোচনজলে হুতাশন-তৃষ্ণায়.!
শত আহাজারি শুনেছে হৃদয়,দেখেছি শত অগ্নিস্নান,
হাজার ব্যাকুলতা তৃষিত কণ্ঠে,
বিদায় নিয়েছে করেছে প্রস্হান...!
০৮/১২/২০১৭,
কলোনী, বগুড়া, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনন্দ চ্যাটার্জী ১০/১২/২০১৭খুব সুন্দর হয়েছে
-
টি এম আমান উল্লাহ ১০/১২/২০১৭nice
-
সাঁঝের তারা ১০/১২/২০১৭অপূর্ব ...
-
মীর মুহাম্মাদ আলী ০৯/১২/২০১৭সুন্দর কবিতা।।
-
কামরুজ্জামান সাদ ০৯/১২/২০১৭বানানে আলাদা নজর দিবেন।ভুল বানানে লেখা প্রকাশ করা হয়না।পরের বার থেকে সতর্ক থাকুন।ধন্যবাদ।
[খুঁঝেছি>খুঁজেছি,স্হান>স্থান,প্রস্হান>প্রস্থান]