প্রেম ও প্রকৃতি
হয়ত তখন শান্তভাবে এসে,
দু'হাতখানি ধরে পাশে বসে,
দুটোকথা তার বাকী ছিল না আর,
আমায় নিয়ে ছুটবে পথে আবার!
হয়ত শালুক কুড়ায়ে এনে দিয়ে,
আমায় বলবে-"দেখতো কেমন খেয়ে!"
হঠাৎ করে শাপলার জলে মিশে,
ডুবিয়ে যাবে আমায় ভালোবাসে!
হয়ত পথের মধ্যখানে বসে,
ডাকবে আমায়-"বোসনা, এসে পাশে!"
নির্জন সেই পথের মধ্যখানে,
আমি আর সে রইব দুই'জনে!
হয়ত রাতে নয়বা দিনের মাঝে,
দেখতে আসে সকল সন্ধ্যা-সাঁঝে,
গোধূলীবেলায় রং মাখাতে পথে,
চলবে তখন আমায় নিয়ে সাথে!
হয়ত নদীর ধারের পাশে বসে,
মিশিয়ে দিবে সবুজ লতার ঘাসে,
কাশের ফুলে শুভ্র মেঘে ঢাকা,
সেই বিকেলে বসব দু'জন একা.!
হয়ত দুপুর নয়ত রাতে এসে,
জানালা ধারে শব্দ করে শেষে,
আড়াঁল করে চুপটি করে আসে,
সেই রজনীতে গভীর ভালোবেসে!
হয়ত আমি পিদিম তখন জ্বেলে,
জানালা খুলব, সে এসেছে বলে!
জোনাকীর আলো, চাঁদের আলোর সাথে,
তার আগমন হলো যে গভীর রাতে!
হয়ত তখন সিক্ত করে আঁখি,
দুই নয়নে প্রাণ যে ভরে দেখি!
তখন শুধু চোখের দেখাই হলো,
সে দেখাতে হৃদয় যে ভরিল..!
হয়ত তখন স্তব্ধ মাঠের পরে,
একেলায় রব;আমি তাহার তরে!
চাঁদের আলোয় ফুলের রেণু মেখে,
দু'জন তখন দেখব দু'জনকে...!
............১৩/০৮/২০১৭
মো:মাহিদ সিদ্দিকী আলিফ,
কলোনী, বগুড়া।
দু'হাতখানি ধরে পাশে বসে,
দুটোকথা তার বাকী ছিল না আর,
আমায় নিয়ে ছুটবে পথে আবার!
হয়ত শালুক কুড়ায়ে এনে দিয়ে,
আমায় বলবে-"দেখতো কেমন খেয়ে!"
হঠাৎ করে শাপলার জলে মিশে,
ডুবিয়ে যাবে আমায় ভালোবাসে!
হয়ত পথের মধ্যখানে বসে,
ডাকবে আমায়-"বোসনা, এসে পাশে!"
নির্জন সেই পথের মধ্যখানে,
আমি আর সে রইব দুই'জনে!
হয়ত রাতে নয়বা দিনের মাঝে,
দেখতে আসে সকল সন্ধ্যা-সাঁঝে,
গোধূলীবেলায় রং মাখাতে পথে,
চলবে তখন আমায় নিয়ে সাথে!
হয়ত নদীর ধারের পাশে বসে,
মিশিয়ে দিবে সবুজ লতার ঘাসে,
কাশের ফুলে শুভ্র মেঘে ঢাকা,
সেই বিকেলে বসব দু'জন একা.!
হয়ত দুপুর নয়ত রাতে এসে,
জানালা ধারে শব্দ করে শেষে,
আড়াঁল করে চুপটি করে আসে,
সেই রজনীতে গভীর ভালোবেসে!
হয়ত আমি পিদিম তখন জ্বেলে,
জানালা খুলব, সে এসেছে বলে!
জোনাকীর আলো, চাঁদের আলোর সাথে,
তার আগমন হলো যে গভীর রাতে!
হয়ত তখন সিক্ত করে আঁখি,
দুই নয়নে প্রাণ যে ভরে দেখি!
তখন শুধু চোখের দেখাই হলো,
সে দেখাতে হৃদয় যে ভরিল..!
হয়ত তখন স্তব্ধ মাঠের পরে,
একেলায় রব;আমি তাহার তরে!
চাঁদের আলোয় ফুলের রেণু মেখে,
দু'জন তখন দেখব দু'জনকে...!
............১৩/০৮/২০১৭
মো:মাহিদ সিদ্দিকী আলিফ,
কলোনী, বগুড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহজাদা আল হাবীব ০৬/১১/২০১৭সুন্দর হয়েছে!
-
সুমন দাস। ০৫/১১/২০১৭সুন্দর
-
সোলাইমান ০৫/১১/২০১৭অনন্য সুন্দর লেখা।।।।।
-
সাঁঝের তারা ০৫/১১/২০১৭অপূর্ব