www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্ভীক তরুলতা

নির্ভীক..! তুমি নির্ভীক।
তোমার ভয় নেই কোনো, নেই কোনো ডরদিক!
তুমি নির্ভীক..!
তিমির রজনী কিংবা বেলায়, আলো যখন থাকে,
সর্বক্ষণ তুমি থাকিছ শুধু আপন জীবণ দুখে..!
তুমি সাহসী, তুমি বীর,
তুমি উত্তম, তুমি নও স্হীর,
তুমি চন্চল তুমি দুরন্ত, তুমি হয় না কভুও শান্ত,
তুমি হওনা কভুও ক্লান্ত।
তুমি সাহসী দুর্জয়,
তুমি মানো না কভুও পরাজয়।
সামনে তুমি যাহা পাও তাহা আঁকড়ে ধরিয়া থাকো,
কভুও তুমি ব্যাথা নাহি পাও সামনে চলিতে না কো।
হয় কাটা থাকুক, নয় ডালপালা, নয়বা থাকুক মাটি,
বিছিয়ে তুমি যাও চারিদিক, তুমিই সাহসী খাঁটি.!
তুমি সাহসী, তুমি নির্ভীক,
তোমার নাই কোনো ভয় ডর দিক..!
তুমি যেদিকে চাও সেদিকেই পথ করে নাও শুদ্ধ,
তোমার আগমন ছড়িয়ে পড়ে,তুমি হও না কভুও রুদ্ধ
তুমি চিরদিন চিরকাল ধরে সামনের পথে চল,
তুমি প্রেরণা জুগিয়েছ মনে, সাহসের কথা বল!
তুমিই শ্রেষ্ঠ পথিক,
তুমি নির্ভীক,
তোমার নাই কোনো ভয় ডর দিক.!
তুমিই তো সেই সরুসবুজের সাহসী তরুলতা,
তুমিই তো কভু পথ চলিতে নোয়াওনা আপন মাথা।
ঝুঁকে নাহি পর সামনের পথে,পাড়ি দিতে যত পথ,
আজ তাই মোরা লহি সকলে তোমার মতো শপথ!
তুমিই সত্য ঠিক,
তুমি নির্ভিক..!
তোমার নাই কোনো ভয় ডর দিক!
যেমনে তুমি পথ পাড়ি দিয়ে সামনে করো আগমন,
তেমনি যেন মোদের হয়গো জীবণপথে গমন।
মোরাও যেন তোমারি মতন পথ দেই গো পাড়ি,
সামনে কভুও পথ চলিতে ঝুঁকে নাহি কো পড়ি!
শুত বিপদে, আপদে সুখে,
নয়ত শত যন্তণায়,
পথ যেন মোরা পাড়ি দেই সবে জীবনের ঠিকানায়!
তুমি তো কত দুঃখের মাঝে পথ পাড়ি দিয়ে চল,
মোরাও যেন তাই করিতে পারি, একসাথে সবে বল।
তুমিই শ্রেষ্ঠ, তুমি নির্ভুল, তুমিই তো সঠিক,
তুমি চারুলতা, তুমি তরুলতা, তুমিই তো নির্ভীক!
তুমি অভয়া, তোমার নাই কোনো ভয় ডর দিক!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast