মাতৃভাষার তরে
আমরাও কত অদ্ভুত
মাতৃভাষার তরে লড়াই করি
বড় পদে, বড় আসনে বসে
আবার ইংরেজিতেই বড়াই করি ।
যুগের সাথে তাল মেলাতে
ইংরেজিটাও লাগে
তাই বলে কি বাংলাভাষাও
ইংরেজিতে লিখতে হবে।
জারি-সারি সবই ছাড়ি
জাস্টিন বিবার যেখানে হাল ফ্যাশান
সেই দেশের মাতৃভাষা দিবসের নাকি
রয়েছে আন্তর্জাতিক সম্মান ।
আমরাও কত অদ্ভুত জাতি
বছরে একটা দিন বাঙালি হওয়ার গর্ব করি
আর করবই বা না কেন?১৯৫২ সালে
পৃথিবীতে মাত্র আমরাই মাতৃভাষার তরে লড়াই করি
মাতৃভাষার তরে লড়াই করি
বড় পদে, বড় আসনে বসে
আবার ইংরেজিতেই বড়াই করি ।
যুগের সাথে তাল মেলাতে
ইংরেজিটাও লাগে
তাই বলে কি বাংলাভাষাও
ইংরেজিতে লিখতে হবে।
জারি-সারি সবই ছাড়ি
জাস্টিন বিবার যেখানে হাল ফ্যাশান
সেই দেশের মাতৃভাষা দিবসের নাকি
রয়েছে আন্তর্জাতিক সম্মান ।
আমরাও কত অদ্ভুত জাতি
বছরে একটা দিন বাঙালি হওয়ার গর্ব করি
আর করবই বা না কেন?১৯৫২ সালে
পৃথিবীতে মাত্র আমরাই মাতৃভাষার তরে লড়াই করি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ০৮/১২/২০১৪
-
আবু সাহেদ সরকার ২৩/১১/২০১৪দারুন একটি প্রকাশ কবি। প্রথম চার চরণ বাস্তবমুখী। ধন্যবাদ আমার পাতায় আসবেন।
-
মোঃ আবদুল করিম ২৩/১১/২০১৪সত্যি আমরা এত মধুর বাংলা ভাষা ছেরে অন্য ভাষার ব্যবহার করে বাংলাকে এক পর্যায় কুলশীত করছি যা মোটেই কাম্য নয় ,লেখা খুবই ভালো হয়েছে ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪ভাষার জন্য ভাষার অপব্যবহারে বা ভাষার সম্মান হানিতে আপনার ক্ষোভ স্পষ্ট। আসলেই বিষয়টি আমাদের জন্য চরম লজ্জার। ভালো হয়েছে আপনার লেখাটি............
শ্রেষ্ঠ বলার কারণ হলো বাংলা ভাষার মধ্য ইংরেজি মিশ্রিত করা আমি একদম পছন্দ করিনা। আর কবি আমার অপছন্দটাকেই কবিতার মধ্যে তুলে ধরেছেন