www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাতৃভাষার তরে

আমরাও কত অদ্ভুত
মাতৃভাষার তরে লড়াই করি
বড় পদে, বড় আসনে বসে
আবার ইংরেজিতেই বড়াই করি ।

যুগের সাথে তাল মেলাতে
ইংরেজিটাও লাগে
তাই বলে কি বাংলাভাষাও
ইংরেজিতে লিখতে হবে।

জারি-সারি সবই ছাড়ি
জাস্টিন বিবার যেখানে হাল ফ্যাশান
সেই  দেশের মাতৃভাষা দিবসের  নাকি
রয়েছে আন্তর্জাতিক সম্মান ।

আমরাও কত অদ্ভুত জাতি
বছরে একটা দিন বাঙালি হওয়ার গর্ব করি
আর করবই বা না কেন?১৯৫২ সালে
পৃথিবীতে মাত্র আমরাই মাতৃভাষার তরে লড়াই করি
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবিদ আল আহসান ০৮/১২/২০১৪
    জীবনের শ্রেষ্ঠ কবিতা পড়লাম.
    শ্রেষ্ঠ বলার কারণ হলো বাংলা ভাষার মধ্য ইংরেজি মিশ্রিত করা আমি একদম পছন্দ করিনা। আর কবি আমার অপছন্দটাকেই কবিতার মধ্যে তুলে ধরেছেন
  • আবু সাহেদ সরকার ২৩/১১/২০১৪
    দারুন একটি প্রকাশ কবি। প্রথম চার চরণ বাস্তবমুখী। ধন্যবাদ আমার পাতায় আসবেন।
  • মোঃ আবদুল করিম ২৩/১১/২০১৪
    সত্যি আমরা এত মধুর বাংলা ভাষা ছেরে অন্য ভাষার ব্যবহার করে বাংলাকে এক পর্যায় কুলশীত করছি যা মোটেই কাম্য নয় ,লেখা খুবই ভালো হয়েছে ।
  • ভাষার জন্য ভাষার অপব‌্যবহারে বা ভাষার সম্মান হানিতে আপনার ক্ষোভ স্পষ্ট। আসলেই বিষয়টি আমাদের জন্য চরম লজ্জার। ভালো হয়েছে আপনার লেখাটি............
 
Quantcast