www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায় (এই ৩ )

বিদায়  (এই ৩ )
                            মাহফুজা সুলতানা (এই -৫)

মনের ক্যানভাসে  ,
স্মৃতি দিয়ে আঁকা ছবিতে ,
ভালো লাগা –এম আই এস টি ।
যেকোনো  প্রতিযোগিতা ,
সকলের সহযোগিতা,    
আর প্রিয় -ক্যাম্পাসে বৃষ্টি ।

বন্ধুদের আড্ডায় ,
কত কল্পনা প্রাণ পায় ।
সময়ের প্রবাহমানতায়,
যেন কিছু হারিয়ে না যায়  ।

তবুও
গড়িয়ে যাচ্ছে সময় ।
হবে নতুন পরিচয় ।
এই বিদায় বেলায়
সবার কাঁদছে হৃদয় ।


এম আই এস টি-র আইডিটা গলায়
থাকবেনা আর
ইউনিফর্মটাও  আর
হবেনা দরকার ।

তবুও চলার পথে, এগুলো  
যখন পড়বে চোখে
পড়বে মনে ,মনের ভুলে
ভালো লাগা – এমআইএসটি  কে ।

২২-৮-২০১৪
(এমআইএসটি=মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
এমআইএসটি র Aeronautical Engineering Dept  এর তৃতীয় ব্যাচ এর আপু-ভাইয়াদের বিদায়  উপলক্ষে রচিত )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast