www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধুত্ব

বন্ধুত্ব
মাহফুজা সুলতানা (এই-৫)
মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি

বন্ধু ,তোদের বাসি ভালো ।
কারন, বন্ধুত্ব অনেক দামি ।
তোদের ছাড়া আমার জীবন
শূন্য মরুভূমি ।

‘বন্ধু’ বলে ডাকবি যখন
আসবো আমি ছুটে।
না আসলে বুঝবি,
বন্ধু আছে সংকটে ।

তোরা যদি বৃক্ষ হোস ,
আমি হবো তার পাতা ।
রোদ হোক আর বৃষ্টিই হোক
হবো সঙ্গহীনের ছাতা ।

এমন বন্ধু ,কোথায় পাবি
জলে অথবা স্থলে ?
দোহায় বন্ধু,যেখানেই যাই
যাইস না আমায় ভুলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast