www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লেট লতিফ

লেট লতিফ
                          মাহফুজা  সুলতানা (এই -৫ )
           মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি

বারোটায় ঘুমালে আটটায় উঠি
প্রবলেম আসবে ,আমি তা ভেবে ফুটি ।
স্কুলের ঘণ্টা ,কেঁপে উঠে মনটা
দেরি হয়ে গেল আজ ,ফালতু এ দিনটা !!!

স্কুলের মাস্টার ,হাতে নিয়ে ডাস্টার,
ধরালো কানে আমায় ,করবে নাকি বহিষ্কার!
ক্লাসের মেয়েরা, আমায় চেয়ে চেয়ে হাসে ।
এর চেয়েও ভালো ছিল ,যদি থাকি বনবাসে।

স্যারকে আমি বলি,আমার চাচা গাঙ্গুলি ।
এসব কিত্তি শুনলে পরে কেটে নিবেন আঙ্গুলি ।
দয়া করে মাফ করেন,
                     মনটারে সাফ করেন।

মাথা ব্যাথার কারনে ,ডাক্তারের বারনে
ঘুম থেকে  আমি আজ উঠতে পারিনি ।
রেহায় করেন, দোহায় লাগে  
এর আগে ,কখনো কি টাইমলি আসিনি !?

স্যারের হটাৎ  কি হলো,আমাকে মুক্তি দিলেন।
পরের দিনে একই ঘটনায় ,আমাকে পেরেশানিতে রাখলেন ।
এভাবেই একটি বছর কাটলো পুরোদমে ।
বানাই বাহানা, শান্তিতে ও সংযমে ।

এভাবেই বেড়ে গেলো ,আমার পরিচিতি ।
লেট লতিফ  হয়ে গেলাম পেলাম সবার প্রীতি ।  

(১৯ এপ্রিল ,২০১০)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast