www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপু দি গ্রেট

আপু দি  গ্রেট
                                     মাহফুজা সুলতানা (এই-৫)
               মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি

কাজে বসছে না মন ।
আগে ছিল না এমন ,
যেন যেমন তেমন ,
আমার কাটছে জীবন।

আপু, তুমি ব্যস্ত বেশি
আমি তোমাকে জ্বালাতাম ।
ছোট ছিলাম তাই
না বুঝেই কষ্ট দিতাম ।

আগেও বৃষ্টি হতো
এমনি করে,
ভিজেছিলাম একসাথে
তোমার হাতটি ধরে ।

আমি একা হাঁটছি  ,
যেন এক বন্ধুর পথে ।
তুমি যে পাশে নেই আমার ,
যেন আর কেউ নেই সাথে ।

একটু বকা দিয়ে যাও
তাতেই আমি খুশি ।
তোমার  স্মৃতিই কেবল
হৃদয়ে পুষি ।


              ২৪ মে,২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast