আপু দি গ্রেট
আপু দি গ্রেট
মাহফুজা সুলতানা (এই-৫)
মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
কাজে বসছে না মন ।
আগে ছিল না এমন ,
যেন যেমন তেমন ,
আমার কাটছে জীবন।
আপু, তুমি ব্যস্ত বেশি
আমি তোমাকে জ্বালাতাম ।
ছোট ছিলাম তাই
না বুঝেই কষ্ট দিতাম ।
আগেও বৃষ্টি হতো
এমনি করে,
ভিজেছিলাম একসাথে
তোমার হাতটি ধরে ।
আমি একা হাঁটছি ,
যেন এক বন্ধুর পথে ।
তুমি যে পাশে নেই আমার ,
যেন আর কেউ নেই সাথে ।
একটু বকা দিয়ে যাও
তাতেই আমি খুশি ।
তোমার স্মৃতিই কেবল
হৃদয়ে পুষি ।
২৪ মে,২০১৪
মাহফুজা সুলতানা (এই-৫)
মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
কাজে বসছে না মন ।
আগে ছিল না এমন ,
যেন যেমন তেমন ,
আমার কাটছে জীবন।
আপু, তুমি ব্যস্ত বেশি
আমি তোমাকে জ্বালাতাম ।
ছোট ছিলাম তাই
না বুঝেই কষ্ট দিতাম ।
আগেও বৃষ্টি হতো
এমনি করে,
ভিজেছিলাম একসাথে
তোমার হাতটি ধরে ।
আমি একা হাঁটছি ,
যেন এক বন্ধুর পথে ।
তুমি যে পাশে নেই আমার ,
যেন আর কেউ নেই সাথে ।
একটু বকা দিয়ে যাও
তাতেই আমি খুশি ।
তোমার স্মৃতিই কেবল
হৃদয়ে পুষি ।
২৪ মে,২০১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ১৮/০৬/২০১৪বাহ্ সুন্দর উপস্থাপনা।
-
টি আই রাজন ১৮/০৬/২০১৪আপুরা এমনই হয়।
-
আবু সাহেদ সরকার ১৮/০৬/২০১৪বেশ চমৎকার লেখেন তো আপনি! মন ছুঁয়ে গেল।
-
কবি মোঃ ইকবাল ১৮/০৬/২০১৪অনেক ভালো লেগেছে আপু।
ভালো থাকুন নিরবধি।
শুভ কামনা রইলো। -
রূপক বিধৌত সাধু ১৮/০৬/২০১৪স্মৃতি বড় বেদনা বিধুর! কেবল কাঁদাতেই জানে। ভালো লিখণি।