www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবারো বিশ্বকাপ (২০১৪)

আবারো বিশ্বকাপ (২০১৪)
মাহফুজা সুলতানা (এই-৫)
মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি

বিশ্বকাপে মাতলো সবাই
সাজলো সারা বিশ্ব ।
উদ্বোধনীটাও হয়ে গেলো
কি অপরূপ দৃশ্য !!!


ইউটিউবে লাইক পরে
জেনিফার লোপেজ,শাকিরার গানে ।
মাঠের বুকে মেসি ,নেইমার জাদু
দর্শক হৃদয় টানে ।


বিশ্ব কাঁপানো সে কি খেলা !!
যার আকর্ষণের নেই শেষ ।
তাদের সাথে যেন আমরাও খেলি,
শুধু খেলেনা- আমার দেশ ।


বাড়ির ছাঁদে, রাস্তা ঘাটে
কতো ফুটবলার খেলে ।
‘বাফুফে ’ যদি উদ্যোগ নেয়
তারাও হবে মেরাডোনা – পেলে ।

১৩ জুন,২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast