www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দানবাক্স

দানবাক্স
মাহফুজা সুলতানা (এই-৫)
মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি


একটা দানবাক্সে আমার ভালবাসা ,
জমা রেখেছিলাম ।
ভেবেছি ,এটা ততোটাই সুরক্ষিত
যতখানি আমি মায়ের কোলে ছিলাম ।

দানবাক্সটা জানে না কোন ভাষা।
শুধু নিয়েছে আদর দিয়েছে আশা ।
এতটুকু তার নেই কৃতজ্ঞতা বোধ
অকৃতজ্ঞ জাতি বড়ই নির্বোধ !!

কতনা যতনে তাকে ভরেছি রতনে,
কতটা খেটেছি তার প্রয়োজনে,
বিনিময়ে ঘৃণা ,ধিক্কার আর ...
প্রতারণা রইল আমার জন্যে ।

যখন আমি দুর্বলপ্রায়,
তার স্মৃতিতে বিভোর
মানবতাহীন সে তো আসেনি কাছে,
খুলে ঘরের দোর।

কি করবো আমি মনে হতেই
একা থাকার শপথ নিলাম ।
অবশেষে ......
দানবাক্সটা দান করে দিলাম!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast