পরিচয়
পরিচয়
মাহফুজা সুলতানা (এই-৫)
মিলিটারি ইন্সিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
আমার পরিচিতরা কয়েকবার হারিয়েছে আমায়
আর আমি হারিয়েছি , আমার পরিচয় ।
যেন আকাশে অনেক মেঘ , ঘুমন্ত সূর্যটা আড়ালে
আমার চোখে তপ্ত শিশির, হারিয়ে যাবার নয়!!
আমি ভুল করে ,বারে বারে ভুল করি ।
ক্ষমা চেয়ে যেন আরও ভুল করি ।
ভুবন পীড়ায়, আমি অসহায় ।
আমার কোন কূলে নাই ঠায়।
মিথ্যা দোষে অথবা মানুষের ক্রোধে,
বিলুপ্তপ্রায় আমার পরিচয়।
আমি সেদিনের অপেক্ষায়
যেদিন গাইবে সবে সমস্বরে
“সত্যের হোক জয়...
সত্যের হোক জয়’’।
মাহফুজা সুলতানা (এই-৫)
মিলিটারি ইন্সিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
আমার পরিচিতরা কয়েকবার হারিয়েছে আমায়
আর আমি হারিয়েছি , আমার পরিচয় ।
যেন আকাশে অনেক মেঘ , ঘুমন্ত সূর্যটা আড়ালে
আমার চোখে তপ্ত শিশির, হারিয়ে যাবার নয়!!
আমি ভুল করে ,বারে বারে ভুল করি ।
ক্ষমা চেয়ে যেন আরও ভুল করি ।
ভুবন পীড়ায়, আমি অসহায় ।
আমার কোন কূলে নাই ঠায়।
মিথ্যা দোষে অথবা মানুষের ক্রোধে,
বিলুপ্তপ্রায় আমার পরিচয়।
আমি সেদিনের অপেক্ষায়
যেদিন গাইবে সবে সমস্বরে
“সত্যের হোক জয়...
সত্যের হোক জয়’’।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১৭/০৬/২০১৪ধন্যবাদ মাহফুজা আমার হয়ে সংগ্রাম করার জন্য।
-
Toofun ahmed ০৫/০৬/২০১৪its awesome.i like it !
-
টি আই রাজন ৩০/০৫/২০১৪সত্যি বলতে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আসলেই আমাদের নিজস্বতা আর পরিচয় বিলুপ্তির পথে। অনেক ভাল লাগল আপনার সাবলীল রচনা। ভাল থাকবেন।
-
রুমা চৌধুরী ২৯/০৫/২০১৪অসাধারণ। কিছু বালার নেই। দারুন। খুব ভাল কবিতা পড়লাম। অনেক শুভেচ্ছা রইল।
-
তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪১, আপনার পরিচয় কবিতার মাধ্যমে পেয়ে ভাল লাগল
২. আপনার আশায় সফলতা আসুক
শুভেচ্ছা নেবেন -
অমর কাব্য ২৯/০৫/২০১৪অনেক শুভেচ্ছা নিবেন
-
কবি মোঃ ইকবাল ২৯/০৫/২০১৪সত্যের জয় হবেই নিশ্চয়।
অসাধারণ লিখেছেন কবিবন্ধু।