ছন্দপতন
হঠাৎ আকাশে ঝলমলে সোনা রোদ/
হঠাৎ চেয়ে দেখি গুড়িগুড়ি বৃষ্টি /
বৃষ্টি মানে আকাশেরই কান্না
কান্না শেষে ঝলমলে সোনা রোদ।
কেউ চলে গেলে ফিরে কি আসে আবার?
আগুন জ্বলছে বুকে তাই পুড়ছে অথৈ পাথার।
কেউ দূরে গেলে ফিরে কি আসে আবার?
মন থেকে দূরে খুব কাছে থেকে কি লাভ বলো আর?
বলতে বসেছি আজ এই জীবনের ইতিহাস
পাতা ঝড়া দিনে তুমি হীন মনে করছি হাসফাস
পাখিদের চোখে পশুদের বুকে আমার জন্য মায়া
কি ভুল বলো হঠাৎ করে তুমি পালটে ফেললে কায়া
একবার ফিরে তাকাও এ দিকে পথ আমার
কেউ চলে গেলে ফিরে কি আসে আবার?
আগুন জ্বলছে বুকে তাই পুড়ছে অকূল পাথার।
কেউ দূরে গেলে ফিরে কি আসে আবার?
মন থেকে দূরে খুব কাছে থেকে লাভ কি বলো আর?
হঠাৎ চেয়ে দেখি গুড়িগুড়ি বৃষ্টি /
বৃষ্টি মানে আকাশেরই কান্না
কান্না শেষে ঝলমলে সোনা রোদ।
কেউ চলে গেলে ফিরে কি আসে আবার?
আগুন জ্বলছে বুকে তাই পুড়ছে অথৈ পাথার।
কেউ দূরে গেলে ফিরে কি আসে আবার?
মন থেকে দূরে খুব কাছে থেকে কি লাভ বলো আর?
বলতে বসেছি আজ এই জীবনের ইতিহাস
পাতা ঝড়া দিনে তুমি হীন মনে করছি হাসফাস
পাখিদের চোখে পশুদের বুকে আমার জন্য মায়া
কি ভুল বলো হঠাৎ করে তুমি পালটে ফেললে কায়া
একবার ফিরে তাকাও এ দিকে পথ আমার
কেউ চলে গেলে ফিরে কি আসে আবার?
আগুন জ্বলছে বুকে তাই পুড়ছে অকূল পাথার।
কেউ দূরে গেলে ফিরে কি আসে আবার?
মন থেকে দূরে খুব কাছে থেকে লাভ কি বলো আর?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ০৪/১২/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ০৩/১২/২০২২প্রকাশ মুগ্ধ হলাম পাঠে
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/১২/২০২২সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১২/২০২২দারুণ
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/১২/২০২২মনের দুরত্বই বড় দুরত্ব!