কথা ছিলো কবি আবম আকাশ আহমেদ অভ্র এর লিখা প্রেমের কথা থেকে অনুপ্রাণিত হয়ে।
কথা ছিলো ঝগড়া করবো
তুমুল ঝড় ফুড়িয়ে গেলে
ঝগড়া শেষে থাকবো নিচে
তুমি বরং উপরে শুলে ।
কথা ছিল ঘুম পারাবো
সমুদ্রটা ঘুমিয়ে গেলে
কথা ছিল রোদ পোহাবো
মেঘ পাখিটা পালিয়ে গেলে।
কথা ছিলো তোমার খোঁপায়
গোলাপ ফুলের মাল্য দেবো
শুধাবো মাঝ রাত্তিরে আমি
গোলাপ কোথা খুঁজে পাবো ?
বলবে তুমি "জানিনা আমি,
খুঁজো তুমি গোলাপ গাছে"
গোলাপ ফুল না যদি আনো
আসবো না আর তোমার কাছে !
কথা ছিলো ঘরের কথা
পরের কানে কেউ দিবে না
যতই থাকি আমরা রেগে
দেখতে তো আর কেউ পাবেনা !
কথা ছিলো কাঁদবো আমি
তোমার ঘাড়ে রেখে মাথা
অভিমানে তোমার সাথে
বলবো না আর কোনো কথা !
আমার অশ্রু তোমার বুকে
পড়বে যখন অঝোর ধারায়
হঠাৎ করেই আরো কেঁদে
ধরবো তোমায় বুকে জড়ায় !
কথা ছিল ঘুরতে যাব রাত দুপুরে তেপান্তরে
রাতের আকাশ পূর্নিমাতে আলো হলে
দেখবো সাগর নদী আকাশ
তোমার চোখের ছোট্ট বিলে !
কথা ছিলো নতুন ভোরে হাঁটবো দু'জন পাশা পাশি
কথা ছিলো প্রেমের মাঝে মরবো দুজন হয়ে সাথি।
নয়তো ভীষন ভালোবাসায়
থাকবো দুজন দুধে-ভাতে !
সুখি হবো আমরা দুজন
থাকবো সুখে দিনে রাতে।
অনেক কথাই ছিলো প্রেমে,
এখন কি আর মনে আছে ?
একই সাথে বাঁচার স্বপ্ন
কবেই দুজন ভুলে গেছে !
কথা ছিলো তেঁতুল পাতায় কাটাবো যে জীবনভর
সবকিছুতেই একই রবো হবো না তো কখনো পর !
সব স্মৃতি আজ ভুলে গেছো হঠাৎ করে কেন তুমি
তোমায় ছাড়া মৃত আমি, দেহ আমার মরুভুমি !
কথা ছিলো আসবে কাছে নতুন প্রেমের শপথ নিয়ে
ভালোবাসার ঘর সাজাবো অমর প্রেমের মাল্য দিয়ে !
সব কথা কি কথার কথা?
পূরণ করার নাই প্রয়োজন?
কেমন তুমি কাছের মানুষ?
কেমন আমার প্রিয়জন?
চিঠির পরে চিঠি পাঠাই
উত্তর নাই বা দিলে
আমি বরং সাতার কাটি
তোমার চোখের ছোট্ট বিলে
রক্ত শুকিয়ে গোলাপ করে
রেখেছি তোমার জন্যে
আমিই শুধু হারিয়ে গেছি
হাজারো বিজ্ঞাপনের পণ্যে !
(সুমাইয়া, একজন মানুষ, আমার বিশেষ জন, যার গত রাতের দীর্ঘ আলাপচারিতা আমাকে বিশেষ ভাবে প্রভাবিত করেছে। ওর জন্য লিখলাম।)
তুমুল ঝড় ফুড়িয়ে গেলে
ঝগড়া শেষে থাকবো নিচে
তুমি বরং উপরে শুলে ।
কথা ছিল ঘুম পারাবো
সমুদ্রটা ঘুমিয়ে গেলে
কথা ছিল রোদ পোহাবো
মেঘ পাখিটা পালিয়ে গেলে।
কথা ছিলো তোমার খোঁপায়
গোলাপ ফুলের মাল্য দেবো
শুধাবো মাঝ রাত্তিরে আমি
গোলাপ কোথা খুঁজে পাবো ?
বলবে তুমি "জানিনা আমি,
খুঁজো তুমি গোলাপ গাছে"
গোলাপ ফুল না যদি আনো
আসবো না আর তোমার কাছে !
কথা ছিলো ঘরের কথা
পরের কানে কেউ দিবে না
যতই থাকি আমরা রেগে
দেখতে তো আর কেউ পাবেনা !
কথা ছিলো কাঁদবো আমি
তোমার ঘাড়ে রেখে মাথা
অভিমানে তোমার সাথে
বলবো না আর কোনো কথা !
আমার অশ্রু তোমার বুকে
পড়বে যখন অঝোর ধারায়
হঠাৎ করেই আরো কেঁদে
ধরবো তোমায় বুকে জড়ায় !
কথা ছিল ঘুরতে যাব রাত দুপুরে তেপান্তরে
রাতের আকাশ পূর্নিমাতে আলো হলে
দেখবো সাগর নদী আকাশ
তোমার চোখের ছোট্ট বিলে !
কথা ছিলো নতুন ভোরে হাঁটবো দু'জন পাশা পাশি
কথা ছিলো প্রেমের মাঝে মরবো দুজন হয়ে সাথি।
নয়তো ভীষন ভালোবাসায়
থাকবো দুজন দুধে-ভাতে !
সুখি হবো আমরা দুজন
থাকবো সুখে দিনে রাতে।
অনেক কথাই ছিলো প্রেমে,
এখন কি আর মনে আছে ?
একই সাথে বাঁচার স্বপ্ন
কবেই দুজন ভুলে গেছে !
কথা ছিলো তেঁতুল পাতায় কাটাবো যে জীবনভর
সবকিছুতেই একই রবো হবো না তো কখনো পর !
সব স্মৃতি আজ ভুলে গেছো হঠাৎ করে কেন তুমি
তোমায় ছাড়া মৃত আমি, দেহ আমার মরুভুমি !
কথা ছিলো আসবে কাছে নতুন প্রেমের শপথ নিয়ে
ভালোবাসার ঘর সাজাবো অমর প্রেমের মাল্য দিয়ে !
সব কথা কি কথার কথা?
পূরণ করার নাই প্রয়োজন?
কেমন তুমি কাছের মানুষ?
কেমন আমার প্রিয়জন?
চিঠির পরে চিঠি পাঠাই
উত্তর নাই বা দিলে
আমি বরং সাতার কাটি
তোমার চোখের ছোট্ট বিলে
রক্ত শুকিয়ে গোলাপ করে
রেখেছি তোমার জন্যে
আমিই শুধু হারিয়ে গেছি
হাজারো বিজ্ঞাপনের পণ্যে !
(সুমাইয়া, একজন মানুষ, আমার বিশেষ জন, যার গত রাতের দীর্ঘ আলাপচারিতা আমাকে বিশেষ ভাবে প্রভাবিত করেছে। ওর জন্য লিখলাম।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/০১/২০২১Excellent writen.
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০১/২০২১কত কথা থাকে তবু একসময় ফুরিয়ে যায়।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০১/২০২১nice work
-
আলমগীর সরকার লিটন ২৭/০১/২০২১চমৎকার কবি দা