www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেয়ার

শেয়ার
মোঃ মেহেদী হাসান মান্না

এমন কত যে বিনীদ্র রাত কেটেছে মহাকালের মোহনায়,
সেটা তো আর শেয়ার করার মত কিছু না।

এমন কত যে অভিশপ্ত ঘুম এসেছিল উষ্ণ নরম বিছানায়,
সেটাও তো আর শেয়ার করার মত কিছু না।

এমন কত যে ভালোলাগার মূহূর্ত্ব ছিল স্মৃতির আঙ্গিনায় ,
যা হারিয়েছে কালের অগোচরে।
সহজে ভুলেছি আমি, সত্যিই কি ভোলা যায় সহসায়?
সেটাও অনেকেই শেয়ার করে।


হস্তরেখা দেখে নিম্ন থেকে নিম্নগামী হয় বেঁচে থাকার আশা
কালো কৌতুক দেখে উচ্চ থেকে উচ্চগামী হয়
অন্ধবিশ্বাস।
পট পরিবর্তন করে আমার জৈবিক ও মানসিক আদর্শ।
হস্তরেখার দাগ ধিরে ধিরে মুছে গেলে...
সেটাও কি শেয়ার করার মত কিছু !

চন্দ্র দেখে যারা চুম্বন শেখার কল্পনা করে, চুম্বক
না দেখেই, তাদের জ্ঞান গরীমা মনে হয় ডিম্বক
থেকে মাথা বেরুনো নব্য শিশুর মত।
তাদের হাতেই মানায়,
মিথ্যে কথার ফুলঝুড়ি দিয়ে বানানো ঘুড়ির নাটাই।
তাদের ভুলে যাওয়া নোংরা স্মৃতিও কি শেয়ার করার মত কিছু?

সাহিত্যিক শ্রেণীর লোকেদের মিলন মেলায়.....
যারা থাকতে চায়, তারা লিখতে চায়..
কোনো আপামর প্রেমের সস্তা কবিতা।
কিন্তু সেই কবিতার নামে শুধু দিস্তে দিস্তে পাতা উজাড় হয়,
সেই পড়ে থাকা পাতা ও কাগজ ছন্দ খুঁজে ফেরে আমার মত করে,
আমারই মতো করে হৃদয়ের অগোচরে তারা কেঁদে মরে।
এটাও কি শেয়ার করার মত কিছু?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast