Great hero manna
মহা নায়ক মান্না
- মোঃ মেহেদী হাসান মান্না
টাঙ্গাইল জেলায় ছিল আমার আদি নিবাস
সেই ৬৪তে জন্ম আমার, জন্ম ফাগুন মাস।
নদীর জলে গ্রামে ধুলে কেটেছে জীবন,
বাংলা ছবি দেখে নায়ক হতে চেয়েছে মন।
ধীরে ধীরে কেটে গেল দিন আর বাড়ছি আমি ব্যাস!
ইংরেজীতে ভালো করে করলাম ইন্টারমিডিয়েট পাশ।
খেলতাম ফুটবল, ছিলাম আর্জেন্টিনার সাপোর্টার।
কিছু দিন অভিনয় করলাম হয়ে নাটক পিলিয়ার।
নতুন মুখের সন্ধানে আসলাম আমি ঢাকা।
প্রথম পাগলী ছবিতে অভিনয় করলাম, খুলে গেল ভাগ্যচাকা।
বেশ কিছু সিনেমায় ছিলাম আমি সাইড নায়ক।
রাজ্জাক ভাই, জসিম ভাই ছিল মেইন নায়ক।
কাশেম মালার প্রেম যখন করল ভীষন হিট।
বহু প্রডিউসার করল আমার সাথে মিট।
বাবার মত মানতাম যাকে, তিনিই কাজী হায়াৎ।
দাংগা, তেজী, ত্রাস, আম্মাজান মানেই কাজী হায়াৎ।
অশ্লীলতার বিরুদ্ধে ছিলাম শুরু থেকে আমি।
আম্মাজানের পর আমি হলাম আরো দামী।
অনেক ছবিতে পুলিশ আমি, অনেক ছবিতে মাস্তান।
অনেক ছবিতে আমিই বীর, আমি বঙ্গ সন্তান।
নিজের প্রতিষ্ঠান থেকে করলাম প্রযোজনা।
জাতীয় ও বিদেশ থেকে পেলাম সম্মাননা।
মনের সাথে যুদ্ধ ছিল আমারি ছবি,
লিখে ফেললাম কিছু গান হয়ে আমি কবি।
অবুঝ শিশু করলাম আমি বুকে নিয়ে ব্যথা
পাশাপাশি চলছিল হার্টের চিকিৎসা।
—
- মোঃ মেহেদী হাসান মান্না
টাঙ্গাইল জেলায় ছিল আমার আদি নিবাস
সেই ৬৪তে জন্ম আমার, জন্ম ফাগুন মাস।
নদীর জলে গ্রামে ধুলে কেটেছে জীবন,
বাংলা ছবি দেখে নায়ক হতে চেয়েছে মন।
ধীরে ধীরে কেটে গেল দিন আর বাড়ছি আমি ব্যাস!
ইংরেজীতে ভালো করে করলাম ইন্টারমিডিয়েট পাশ।
খেলতাম ফুটবল, ছিলাম আর্জেন্টিনার সাপোর্টার।
কিছু দিন অভিনয় করলাম হয়ে নাটক পিলিয়ার।
নতুন মুখের সন্ধানে আসলাম আমি ঢাকা।
প্রথম পাগলী ছবিতে অভিনয় করলাম, খুলে গেল ভাগ্যচাকা।
বেশ কিছু সিনেমায় ছিলাম আমি সাইড নায়ক।
রাজ্জাক ভাই, জসিম ভাই ছিল মেইন নায়ক।
কাশেম মালার প্রেম যখন করল ভীষন হিট।
বহু প্রডিউসার করল আমার সাথে মিট।
বাবার মত মানতাম যাকে, তিনিই কাজী হায়াৎ।
দাংগা, তেজী, ত্রাস, আম্মাজান মানেই কাজী হায়াৎ।
অশ্লীলতার বিরুদ্ধে ছিলাম শুরু থেকে আমি।
আম্মাজানের পর আমি হলাম আরো দামী।
অনেক ছবিতে পুলিশ আমি, অনেক ছবিতে মাস্তান।
অনেক ছবিতে আমিই বীর, আমি বঙ্গ সন্তান।
নিজের প্রতিষ্ঠান থেকে করলাম প্রযোজনা।
জাতীয় ও বিদেশ থেকে পেলাম সম্মাননা।
মনের সাথে যুদ্ধ ছিল আমারি ছবি,
লিখে ফেললাম কিছু গান হয়ে আমি কবি।
অবুঝ শিশু করলাম আমি বুকে নিয়ে ব্যথা
পাশাপাশি চলছিল হার্টের চিকিৎসা।
—
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ২৮/০৫/২০১৮গদ্য হয়েছে । কবিতা হতে হবে ॥