www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার স্বপ্ন- মান্না

পৃথিবীর একপাশে যখন সাম্প্রদায়িক দাঙ্গা,যুদ্ধ কিংবা সন্ত্রাস|
অন্যপাশে আমি চলমান
রোজ রোজকার মতো|
ব্যথিত হৃদয় নিয়ে যাপিত জীবন,
মাঝে মাঝে মনে হয়-
যেন হয়ে যাবো সন্ন্যাস|

গভীর জঙ্গলে বসবো
কিংবা বৃক্ষতলে বসবো
শতশত দায়িত্ব কর্তব্য মুছবো
আপনমনে উপবাস করবো|

করবো ধ্যান,
অর্জিবো জ্ঞান
পাবো দৈব্য বাণী,
পাবো দৈব্য শক্তি|


তারপর,
আহ্লাদিত হবো
নগরকেন্দ্রে এসে
খুলে বসবো চেম্বার,
বাণী বিলোবার চেম্বার,
শক্তি বিলোবার চেম্বার|

তারপর,হবো উন্মাদ
তারপর,তারপর,
হবো মাটি|



এ যে আমার স্বপ্ন|
এ যে আমার সাধ|
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast