অভিশাপ
অভিশাপ দিলে"ভালো থাকো"-
তারপর থেকেই রাস্তার লেমপোষ্ট মতো
অপেক্ষা ;হে ভালোবাসার বিদ্যুতিক হাত
সুখ দুঃখের নিখুঁত আলোয়
খুঁজে ফিরি তোমার সেই অভিশাপ।
আমার আর ভালো থাকা হলো কই
চৌকাঠে এসে দাঁড়িয়েছে দুঃখ
আজন্ম পুড়ে চলেছে চোখ
সৎকারহীন পরে আছে বুক
স্রেফ শব্দ ঠুকে ঠুকে বেঁচে থাকা
আজ তাদেরও হয়েছে অসুখ।
অভিশাপ দিলে "ভালো থাকো"-
কিন্তু পেয়ে বসলো এক উদাসী যন্ত্রণা
বৈরাগী বসন্তে চিলেকোঠার ঠিকানা
হে ভালোবাসার বিদ্যুতিক হাত
খুঁজে ফিরি তোমার সেই অভিশাপ।
তারপর থেকেই রাস্তার লেমপোষ্ট মতো
অপেক্ষা ;হে ভালোবাসার বিদ্যুতিক হাত
সুখ দুঃখের নিখুঁত আলোয়
খুঁজে ফিরি তোমার সেই অভিশাপ।
আমার আর ভালো থাকা হলো কই
চৌকাঠে এসে দাঁড়িয়েছে দুঃখ
আজন্ম পুড়ে চলেছে চোখ
সৎকারহীন পরে আছে বুক
স্রেফ শব্দ ঠুকে ঠুকে বেঁচে থাকা
আজ তাদেরও হয়েছে অসুখ।
অভিশাপ দিলে "ভালো থাকো"-
কিন্তু পেয়ে বসলো এক উদাসী যন্ত্রণা
বৈরাগী বসন্তে চিলেকোঠার ঠিকানা
হে ভালোবাসার বিদ্যুতিক হাত
খুঁজে ফিরি তোমার সেই অভিশাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২০/১১/২০২২চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১১/২০২২বেশ বলেছেন!
-
ফয়জুল মহী ১৮/১১/২০২২সুন্দর
পাঠে ভালো লাগলো