www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেরারি চাঁদের গল্প

আমার চোখ বাঁধা হলো
তারপর ডেকে নেওয়া হলো
সঙ্গম সৎকারের নিরলস উৎসবে
অফুরন্ত ভালোবাসার উদ্যানে
প্রেম যেখানে ফেরারি চাঁদের গল্প।


রক্তাক্ত রুমালে মুখ মুছে নিয়ে
কেউ কেউ বলে উঠলো তোমাকেই চাই
শিশিরের টুপটাপ পতনের রাজপথে
ধূসর কুয়াশার ক্লান্ত দ্রাঘিমায়
কাকভেজা স্বাধিনতার উষ্ণ বারান্দায়।


দগ্ধ সবুজেরা পুড়ে পুড়ে জানান দিল
আসাদের টি-শার্টি দু'মুঠো ভাতের গন্ধ
নিরেট নিরামিষের অসচ্ছল হাঁড়ি পাতিল
প্রণয় সভ্যতার কাঙ্ক্ষিত একঝাঁক ফানুস
এখনো দূর্নীতির জিম্মায় প্রতিদিন কাতরায়।


আমার চোখ বাঁধা হলো
তারপর ডেকে নেওয়া হলো
দগ্ধ সবুজের মাঠে পরাধীনতার মহা উৎসবে
আমি বলতে পারি নি দূর্নীতির জিম্মায়
নিরেট নিরামিষের জন্য একঝাঁক ফানুস
ক্লান্ত কুয়াশার দ্রাঘিমায় কতটা কাতরায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast