ঘটনা সামান্য
হে মানবসন্তান, পশুদের প্রতি দয়া করুন
এমন নির্মমভাবে এদের হত্যা করবেন না প্লিজ
এরাও তো জীব, এদেরও তো আমাদের মতই জীবন আছে
আছে বেঁচে থাকার অধিকার, সে অধিকার তাদের দিন।
এই অধিকারের মূল্য দিতে গিয়েই একদিন আমি শাকসবজি
আর শস্যাদি খেয়ে জীবন পার করতে চেয়েছিলাম,
কিন্তু বিজ্ঞানের কী নির্মম খেলা দেখুন,
বিজ্ঞান জানালো গাছগাছড়ারও নাকি জীবন আছে!
কী আর করা,
যেহেতু গাছগাছড়ারও জীবন আছে
তাই তাদেরকেও দিলাম বেঁচে থাকার অধিকার
আর আমি বেছে নিলাম প্লাস্টিক
হ্যাঁ বন্ধু, মানবতার দায়ে আজ আমি প্লাস্টিক খেয়েই বেঁচে আছি।
- আহমাদ (মানবতা) মাগফুর
মানবতা (কুরবানি) দিবস ২০১৮ বাংলাদেশ
এমন নির্মমভাবে এদের হত্যা করবেন না প্লিজ
এরাও তো জীব, এদেরও তো আমাদের মতই জীবন আছে
আছে বেঁচে থাকার অধিকার, সে অধিকার তাদের দিন।
এই অধিকারের মূল্য দিতে গিয়েই একদিন আমি শাকসবজি
আর শস্যাদি খেয়ে জীবন পার করতে চেয়েছিলাম,
কিন্তু বিজ্ঞানের কী নির্মম খেলা দেখুন,
বিজ্ঞান জানালো গাছগাছড়ারও নাকি জীবন আছে!
কী আর করা,
যেহেতু গাছগাছড়ারও জীবন আছে
তাই তাদেরকেও দিলাম বেঁচে থাকার অধিকার
আর আমি বেছে নিলাম প্লাস্টিক
হ্যাঁ বন্ধু, মানবতার দায়ে আজ আমি প্লাস্টিক খেয়েই বেঁচে আছি।
- আহমাদ (মানবতা) মাগফুর
মানবতা (কুরবানি) দিবস ২০১৮ বাংলাদেশ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ২৩/১১/২০১৮বেশ
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/০৯/২০১৮nace
-
ন্যান্সি দেওয়ান ২৯/০৮/২০১৮Good...
-
মধু মঙ্গল সিনহা ২৭/০৮/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৮/২০১৮অনন্য