www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জান্নাতী



জান্নাতী
আহমাদ মাগফুর
××××××××××××××××

তুমি আমার "জান্নাতী'' এক নাম
মাটির ধরায় বেহেশতী এক ফুল,
তোমায় ছুঁতে মিটাই কিসের দাম
নামই তোমার স্বর্গ - সমতুল।

জীবন্তিকা হোক না যতই ছোট
মনের ভেতর হাজার দাবিদাওয়া,
তুমি আমার সকল দাবির মাঝে
ঝিনুক ভেঙে নতুন কিছু চাওয়া।

দূরত্ব আর ব্যবধানে থেকেও
বুকে আমার দাগ টেনে যাও খুবি,
ধাপ মেলে না যদিও তোমার সাথে
আমি তবু তোমার জলেই ডুবি।

স্বর্গ-সুখের স্থায়িত্বকাল খুঁজি
উড়াল-তারে যখন তুমি হাসো,
নিরব হলেই অবুঝ লাগে রোজ'ই
কেন্ যে তুমি একলা অমন ভাসো।

শরীর থেকে দূরে আছো, থাকো
হৃদয় ছেড়ে যেয়ো না আর মেয়ে,
তুমি কি আর মনের ভাষা পড়ো
মনটা তোমার শক্ত লোহার চেয়ে।

শিউলিফুলে শিশির পড়ার মত
তোমায় তো খুব যতন করেই চাই,
তুমি দেখাও কৃষ্ণ-কাঁটার পথ
উড়ে যেথায় স্বপ্ন পুড়ার ছাই।

সেই ভাবনায় পাথর হয়ে থাকো
আমিই একা স্বপ্ন-কমল আঁকি,
ভুলেও যদি পুষ্প হয়ে হাসো
আমি কেবল সে আশাতেই থাকি।

প্রতীক্ষাটা যদিও মরুর মত
সেই ভূমিতে ক্যাকটাসও তো থাকে,
বারুদজ্বলা বালুপথের ক্ষতে
কাঁটাগাছও শরাব ধরে রাখে।

তবুও যদি পাথর হয়েই থাকো
আমি হবো নির্ঝরিণী'র ঢল,
সারাটাক্ষণ তোমার উপর ঝরে
গড়বো প্রেমের কুসুম-সমতল।

-রামপুরা ঢাকা
৮ই অগাস্ট ২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিবশঙ্কর ০৯/০১/২০১৮
    বেশ সুন্দর ।
  • দেবাশীষ দিপন ১২/০৮/২০১৭
    দারুণ!
  • বেশ! শুভেচ্ছা।
 
Quantcast