খুলে দাও দিগন্ত তুমার
অবশেষে তুমি নিরব হলে
নিভে যায় দিগন্তের বাতি
দিক ভুলে পিছু হাটতে হাটতে
বেড়ে য়ায় আঁধারের বেলা,
পান্থপথের ফুটপাত মনে রাখে তুমার
মোমের মত নরম আঙুলের ছোঁয়া।
ভুলে যাই তখন, দিগন্ত আমারও আছে
রৌদ্র নেই যদিও, নেই বসন্তের হলদে রেখা,
উত্তর দক্ষিণ সব কিছু ভুলে
আমি তবে সে দিগন্তেই ঝুঁকি
বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে
টুকটুকে লাল স্বপ্নের অনুশিখা।
তাই সাধারণ চাওয়াটাই আজ
হলো প্রতিবাদ
রাগে নয় অনুরাগে,
শুধু একবার খুলে দাও দিগন্ত তুমার
সিঁথিতে সিঁদুর কি বা
কবুল বলার আগে।
নিভে যায় দিগন্তের বাতি
দিক ভুলে পিছু হাটতে হাটতে
বেড়ে য়ায় আঁধারের বেলা,
পান্থপথের ফুটপাত মনে রাখে তুমার
মোমের মত নরম আঙুলের ছোঁয়া।
ভুলে যাই তখন, দিগন্ত আমারও আছে
রৌদ্র নেই যদিও, নেই বসন্তের হলদে রেখা,
উত্তর দক্ষিণ সব কিছু ভুলে
আমি তবে সে দিগন্তেই ঝুঁকি
বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে
টুকটুকে লাল স্বপ্নের অনুশিখা।
তাই সাধারণ চাওয়াটাই আজ
হলো প্রতিবাদ
রাগে নয় অনুরাগে,
শুধু একবার খুলে দাও দিগন্ত তুমার
সিঁথিতে সিঁদুর কি বা
কবুল বলার আগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫ভালো লাগলো পড়ে
-
পিয়ালী দত্ত ২০/০৪/২০১৫ভাল লাগা রইল
-
স্বাধীন আমিনুল ইসলাম ২০/০৪/২০১৫দারুন লিখেছেন ।
-
দ্বীপ সরকার ২০/০৪/২০১৫গুড
-
স্বপন রোজারিও(১) ১৯/০৪/২০১৫ভাল হয়েছে।
-
আনন্দ মোহন বিশ্বাস ১৯/০৪/২০১৫লেখা অসম্ভব ভাল কিন্তু বানানের দিকে একটু লক্ষ দিলে আরও ভাল হত !
-
দ্বীপ সরকার ১৯/০৪/২০১৫ভালো লাগলো।
-
আহমাদ মাগফুর ১৯/০৪/২০১৫ইতি!