নতুন আনন্দ
দিন এসেছে নতুন হওয়ার
সবাই নতুন হও
অতীত মনের দুঃখের চাদর
সুখের ঘাটে ধোও
মূর্ষকে আজ দাও ডুবিয়ে
হর্ষ নদের পাড়ে
আনন্দের আজ উঠাও তুফান
স্তব্দ বাঁশের ঝাঁড়ে
আজ ক্লান্ত গাছের শিকড় ছিড়ে
শান্ত শাখায় রাখো
শিশির ধোয়া সবুজ পাতায়
ইচ্ছে যা হয় আঁকো
আজ দুঃখ মেঘের পাহাড় ঠেলে
সুখের সূর্য হাসাও
সেই সাগরের ঢেউয়ের মাঝে
মায়ার ভেলা ভাসাও
আজ সূর্য দিনের নব আনন্দে
সাজাও ধরার দেহ
নিজেও তুমি মাতো আনন্দে
আজ বলার নাইতো কেহ।
- আহমাদ মাগফুর
শ্যামলী, কল্যাণপুর
সবাই নতুন হও
অতীত মনের দুঃখের চাদর
সুখের ঘাটে ধোও
মূর্ষকে আজ দাও ডুবিয়ে
হর্ষ নদের পাড়ে
আনন্দের আজ উঠাও তুফান
স্তব্দ বাঁশের ঝাঁড়ে
আজ ক্লান্ত গাছের শিকড় ছিড়ে
শান্ত শাখায় রাখো
শিশির ধোয়া সবুজ পাতায়
ইচ্ছে যা হয় আঁকো
আজ দুঃখ মেঘের পাহাড় ঠেলে
সুখের সূর্য হাসাও
সেই সাগরের ঢেউয়ের মাঝে
মায়ার ভেলা ভাসাও
আজ সূর্য দিনের নব আনন্দে
সাজাও ধরার দেহ
নিজেও তুমি মাতো আনন্দে
আজ বলার নাইতো কেহ।
- আহমাদ মাগফুর
শ্যামলী, কল্যাণপুর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ রুহুল আমীন ০২/০২/২০১৫
-
নাজমুল আহসান ৩১/০১/২০১৫ধন্যবাদ
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫ভালো লাগলো .........।।
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫awesome hoise
-
অ ২৮/০১/২০১৫সুন্দর ।
-
শ্রাবনের মেঘ ২৮/০১/২০১৫দিন এসেছে নতুন হওয়ার
সবাই নতুন হও
অসাধারন -
সুব্রত দাশ আপন ২৮/০১/২০১৫আপনার কবিতাইতো অনেক রস আছে দেখছি। বেশ ভালো লাগলো। শুভেচ্ছা কবি আপনাকে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০১/২০১৫একদম সুপার লাইক।
-
রক্তিম ২৮/০১/২০১৫বাহ বেশ ।
-
ফিরোজ মানিক ২৮/০১/২০১৫দারুণ হয়েছে কবি আপনার নতুন কবিতা, রূপ,রস,ছন্দ, অলংকার সবই আছে তা।
সুখের ঘাটে ধোও হবে
'মূর্ষকে' শব্দতার অর্থ বুঝলাম না
২য় ত্ববকে বাঁশের ঝাঁড়ে হবে
...................................
কবিতা অত্যন্ত ভাল লেগেছে
শুভেচ্ছা কবিকে।