www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসম তৃষ্ণা

আমি বড় তৃষ্ণার্ত
বুকে আমার তৃষ্ণার ব্যথা খুব
তাই বুঝে না বুঝে রঙিন জলেতে
দিয়েছি গোপন ডুব,
গিলেছি রং চটা সব জল
গেয়েছি মিথ্যে তৃপ্তির গান
অথচ তৃষ্ণায় তৃষিতই হলো প্রাণ।

একথা শুনে তুমি রেগে বললে!
বোকা, জল তো আমার কাছেই ছিল
ছিল গঙ্গার পবিত্র ঢেউ
ছিল শীতল শুভ্র শিলও,
মরুতে জল খোঁজার আগে
আমায় ডাকনি কেনো!

কেন অসময়ের তৃষ্ণা নিয়ে
অজাগাতে জল খুঁজে
আমায় করেছো হেনো?
নাকি জলকে আমার
অপবিত্র বলেই জানো ?

বললাম, আমায় তুমি বিশ্বাস কর!
খুব বেশি না, যতটা করা যায়
একটা মাকড়সার ঘরকে
অতটুকুই হয়ত যথেষ্ট হবে
বুঝতে আমার মনকে

আমি জানি,
তুমি সুরমার ঢেউয়ে ভাসা
শুভ্র কোমল কামিনী
যতটা পবিত্র তোমার জল
তার চেয়ে পবিত্র তুমি।

তবে অসময়ের তৃষ্ণায় হতে পারে আমার
সময়ের কোন ছল,
তৃষ্ণা মেটাতে ঘোলা হতে পারে
তোমার কাখের জল।

তবে কেমন করে তোমার থেকেই
নেই পিপাসার জল
অথচ আজও শুনছি এ বুকে
অশ্লিল কোলাহল।

- আহমাদ মাগফুর
শ্যামলী, কল্যাণপুর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ তো ।। ভাষা সুন্দর
  • সায়েম খান ২৫/০১/২০১৫
    বড়ই সৌন্দর্য্য...
  • সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫
    apni aro valo korben so onner kobita podun mon dia . . . . . . . . valo lekhun . . . Valo lekte chstai korun .@ 1st likha @ val o, suvhu kamona railo . . . . .
  • শম্পা ২১/০১/২০১৫
    সুন্দর কবিতা। ভালো থাকবেন।
  • ফিরোজ মানিক ২১/০১/২০১৫
    এতো পিপাসা কেন ভাই? যাই হোক কবিতাটা কিন্তু চমৎকার হয়েছে।
  • সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫
    ফাইন ...ভালো
  • ২১/০১/২০১৫
    সুন্দর হয়েছে । চালিয়ে যান ।
  • রাফি বিন শাহাদৎ ২১/০১/২০১৫
    সুন্দর :-)
  • বাহ দারুন! অনেক ভালো হয়েছে। ভালো লাগলো। আসরে প্রথম লেখা আপনাকে তারুণ্যে স্বাগতম। চালিয়ে যান।
 
Quantcast