আমার বাবা নির্ভীক জীবন যুদ্ধে অগ্রগামী সৈনিক
মন ভালো নেই । কিছুই ভালো লাগছে না । কেনো ভালো লাগবে ? আজ বাবার অসুস্থতার খবর পেয়ে মন টা একেবারে ভেঙ্গে পড়েছে । মনের মাঝে হাজারও কল্পনা ভিড় জমে আছে । ইদানিং বাবা কে নিয়ে হাজারও চিন্তার মাঝে দিন পার করছি । তিনি হলেন আমার একমাত্র আশ্রয়স্থল । তিনি আমাদের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন । এমন কি ঠিকমতো নাওয়া-খাওয়া ছেড়ে দেওয়ার অপেক্ষারত অতন্দ্র প্রহরী । এই দুর্ভাগাদের জন্য নিজের আরামের ঘুম হারাম করে, ছুটাছুটি করছেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত ।আর আমি গাধার মত বসে বসে অন্নধ্বংস করছি । লেখাপড়াতে জিরো, আবার যোগ্য বাবার অযোগ্য পুত্র হিসেবে গর্ববোধ করছি । আমার বাবা এমন এক ব্যক্তি, যিনি অসাধ্য কাজ কে সাধ্য করে দেখান । তার একমাত্র উপায় হলো অক্লান্ত পরিশ্রম । তিনি এই নির্ভীক জীবন যুদ্ধে অগ্রগামী সৈনিক হিসেবে সবার মাঝে প্রসিদ্ধ লাভ করেন । পুরা এলাকাজুড়ে তিনার কথা শুনা যাচ্ছে অলিতে-গলিতে । আজ বাবা অসুস্থ কিন্তু এই নির্বোধ ছেলে তিনার কাছে নেই।। আমি নিজেকে আজ ধিক্কার দিতে ইচ্ছে করছে । এহেন এক পরিস্থিতিতে আজ আমি বড়ই পাষাণমূর্তি । আজ আমি বাবার থেকে অনেক দূরে । কিছুই করার নেই, জীবনের নির্মম পরিহাস আজ আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছে । তবে এত অযোগ্য না যে, বাবার জন্য দুহাত তুলে, খোদার কাছে সুস্থতার দোয়া করতে পারবো না ? আব্বু আই মিস ইউ । আপনাকে এক পলক দেখার জন্য মনটা ছটপট করছে । হে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করো , তিনাকে দীর্ঘজীবী করুণ --
আমিন।
আমিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৬/০৭/২০১৬ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৭/২০১৬দূরে থেকেও পিতাকে ভালোবাসা যায়।
-
এইচ এম মাসুম বিল্লাহ ০৮/০৪/২০১৬মন্তব্যের জন্য অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।।ব্লগে আমার প্রথম পদার্পণ । বিষয় বস্তু নির্ধারনে আমি অনেক বিব্রত ছিলাম, কোথা থেকে কি দিয়ে শুরু করবো ভেবে পাচ্ছিলাম না । তাই এই দশা । পাশে পাবার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
-
দেবব্রত সান্যাল ০৭/০৪/২০১৬আপনার আবেগকে শ্রদ্ধা জানিয়ে বলি , ব্যক্তিগত - পারিবারিক অনুভুতির প্রকাশ প্রবন্ধ নয়।