ভালোলাগা
তুমি আসবে তাই্
এম এ ফারুক
তুমি আসবে তাই,আমি খুঁজে পাই
আমার কবিতার ছন্দ
মন আজ ভীষণ পুলকিত সচকিত
নাই তাতে কোনো দ্বন্দ্ব।
তুমি আসবে তাই ভোরে শিশির
সিক্ত ফুলের গন্ধ
শিউলি কামিনী সুরভী ছড়ায়ে
কবিতায় আনে ছন্দ।
তুমি আসবে তাই মেঘেরা বৃষ্টি ঝরায়
তপ্ত চিত্ত সিক্ত।
গ্রীষ্মের চৌচির মাটি হয়
শিকড়ে শিকড়ে আরষ্ট।
তুমি আসবে তাই পাখিরা গান গায়
রিমঝিম ঝিম রিনিঝিনি বরষায়
পানকৌড়ি গাংচিল বুনোহাঁস হরষায়
স্নানে মেতে ওঠে সহসায়।
তুমি আসবে তাই মন করে আনচান
চাতক পাখির ন্যায় বৃষ্টি ঝরার অপেক্ষায়
তপ্ত মন রিক্ত উদ্বেলিত
উদ্দীপনা উৎকণ্ঠায় উচ্ছ্বসিত।
এম এ ফারুক
তুমি আসবে তাই,আমি খুঁজে পাই
আমার কবিতার ছন্দ
মন আজ ভীষণ পুলকিত সচকিত
নাই তাতে কোনো দ্বন্দ্ব।
তুমি আসবে তাই ভোরে শিশির
সিক্ত ফুলের গন্ধ
শিউলি কামিনী সুরভী ছড়ায়ে
কবিতায় আনে ছন্দ।
তুমি আসবে তাই মেঘেরা বৃষ্টি ঝরায়
তপ্ত চিত্ত সিক্ত।
গ্রীষ্মের চৌচির মাটি হয়
শিকড়ে শিকড়ে আরষ্ট।
তুমি আসবে তাই পাখিরা গান গায়
রিমঝিম ঝিম রিনিঝিনি বরষায়
পানকৌড়ি গাংচিল বুনোহাঁস হরষায়
স্নানে মেতে ওঠে সহসায়।
তুমি আসবে তাই মন করে আনচান
চাতক পাখির ন্যায় বৃষ্টি ঝরার অপেক্ষায়
তপ্ত মন রিক্ত উদ্বেলিত
উদ্দীপনা উৎকণ্ঠায় উচ্ছ্বসিত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৪/২০১৮দারুন সুন্দর
-
আবদুল্লাহ আল রাফি ২৫/০২/২০১৮সুন্দর
-
কামরুজ্জামান সাদ ২৫/০২/২০১৮চমৎকার।
-
মোঃআরাফাত হোসাইন ২৪/০২/২০১৮nice